রণবীরের থেকেও বেশি টাকার মালিক আলিয়া, কাপুর দম্পত্তির সম্পত্তির পরিমাণ বাড়ছে হুহু করে

রণবীর কাপুরের থেকে অনেক অনেক বেশি টাকার মালিক আলিয়া ভাট। বলা যেতেই পারে স্বামীর থেকে স্ত্রী বড়লোক।

 

রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের সবথেকে আলোচিত দম্পতি। ব্যস্ততম দম্পতিও বটে। বর্তমানে তাঁরা বাবা-মা হয়েছে। সময়টা দারুন যাচ্ছে বলিউডের ব্যস্ততম দম্পতির। তাদের সম্পত্তি বাড়ছে হুহু করে। তারা এখন ৪৮৫ কোটি টাকার মালিক। তবে রণবীর কাপুরের থেকে অনেক অনেক বেশি টাকার মালিক আলিয়া ভাট। বলা যেতেই পারে স্বামীর থেকে স্ত্রী বড়লোক।

২০২৩ সাল আলিয়া আর রণবীরের কাছে দারুন ছিল। বহু বিতর্ক সত্ত্বেও বছরের শেষে মাতিয়ে দিয়েছে রণবীর কাপুরের অ্যানিমাল। ৫০০ কোটির গণ্ডির কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে রণবীরের ছবি। এই ছবির বক্স অফিস সাফল্য রণবীরের ব্যাঙ্ক ব্যালেন্সকে আরও শক্তিশালী করেছে। পাল্টা আলিয়ার জন্যও এই বছটা ছিল দুর্দান্ত। বেশ কয়েকটি হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। হলিডের ডেবিউ হার্ট অব স্টোন ও করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি - বক্স অফিসে সফল। যার জেরে আলিয়াও কোটি কোটি টাকার মালিক।

Latest Videos

এই মুহূর্তে রণবীর ও আলিয়ার যৌথ সম্পত্তির পরিমাণ ৮৮৫ টাকা। এর রয়েছে রয়েছে নগদ টাকা, জমানো টাকা, গাড়ি,গয়না, রিয়েল এস্টেট বিনিয়োগ। লন্ডনে কাপুর দম্পতির একটি বিলাসবহুল অ্যাপাটমেন্ট রয়েছে। আলিয়ার নিজের একটি প্রোডাকশন হাউস রয়েছে, নাম ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। এই প্রোডাকশনের সম্পত্তি প্রায় ২ কোটি টাকা।

রণবীরের কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৬৫ কোটি। যার মধ্যে রয়েছে ৩৫ কোটি মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। মুম্বই সিটি এফসি নামে একটি ফুটবল দলের মালিক। মুম্বইতে ১৬ কোটির একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর। রোলস রয়েস, মার্সিডিজ-বেঞ্জ জিএল ক্লাস, রেঞ্জ রোভার, লেক্সাস, বিএমডব্লিউ এক্স 6, অডিআরএস 7, এবং টয়োটা ল্যান্ড ক্রুজারের মত বহুমূল্যের গাড়ি রয়েছে তাদের গ্যারাজে।

আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫২০ কোটি টাকা। আলিয়ার বান্দ্রায় ১২-১৫ কোটিটাকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। রণবীরকে বিয়ে করার আগে তিনি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন ৩২ কোটি টাকা দিয়ে। প্রোডাকশন হাউস ছাড়াও এড-মামা নামে একটি কোম্পানির মালিক। ফিনক্যাশের একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর ৪০ কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৬০ কোটি টাকার রিয়েল এস্টেট উদ্যোগ রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫২০ কোটি টাকা!

Share this article
click me!

Latest Videos

বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury