‘কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুব জরুরি’ আরজি কর ইস্যুতে মুখ খুললেন কিরণ রাও

Published : Sep 28, 2024, 01:49 PM IST
Aamir Khan, Kiran Rao

সংক্ষিপ্ত

আরজি কর ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী কিরণ রাও। কলকাতার প্রতিবাদ দেখে অভিভূত তিনি। নারী নিরাপত্তার বার্তা দিলেন অস্কার প্রত্যাশী 'লাপাতা লেডিজ' -এর অভিনেত্রী।

গত ৯ অগস্ট থেকে চলছে আন্দোলন। আরজি করে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে উত্তাল সারা রাজ্য। সারা দেশ জুড়ে হয়েছে প্রতিবাদ। সকল পেশার মানুষ যোগ দিয়েছেন এই প্রতিবাদে। এবার প্রতিবাদের সুর শোনা গেল কিরন রাও-র কন্ঠে।

বক্স অফিসের পর ওটিটিতে ঝড় তুলেছিল কিরণ রাওর ছবি লাপাতা লেডিজ। এবার অস্কার ২০২৫-র মঞ্চে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করবে আমির খান প্রোডাকশনের এই ছবি। অস্কার নির্বাচিত হওয়ার পর শুক্রবার তিলোত্তমার এক অনুষ্ঠানে যোগ দিতে এসে আরজি কর ইস্যুতে মুখ খুললেন কিরণ রাও।

বললেন, আরজি কর ইস্যুকে কেন্দ্র করে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অভিভূত। যেখানে সমাজের সব অংশের মানুষ পথে নেমেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, তা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশ জুড়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুব জরুরি।

তিনি আরও বলেন, যে সমস্ত মানুষ কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশের জন্য নিজেদের কন্ঠস্বর জোরালো করেছেন, আমি তাদের সঙ্গে একাত্ম বোধ করছি। যে ছাত্র-ছাত্রী, চিকিৎসক এবং সমাজের প্রত্যেকে সংহতিতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, আমি তাদের সঙ্গে আছি।

এদিকে লাপাতা লেডিজ ছবির প্রযোজনার দায়িত্বে আছেন আমির। ছবিতে দুটি মেয়ের জীবনের রূপকে হাজার হাজার মেয়ের জীবনের লড়াইকে তুলে ধরা হয়েছিল। সোজা সাপটা গল্পে যেভাবে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন পরিচালক, যা মুগ্ধ করেছিল আপামর ভারতবাসীকে। কিরণ রাও পরিচালিত এই ছবিতে দেখা যাবে, স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রান্তা এবং নীতাংশী গোয়েল।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?