কিনেছেন প্রায় কোটি কোটি টাকার বিলাসবহুল বাংলো! কত টাকা পারিশ্রমিক বাড়ালেন তৃপ্তি দিমরি জানেন?

Published : Jul 12, 2024, 11:43 AM ISTUpdated : Jul 12, 2024, 11:44 AM IST
'Bad Newz'  actress Tripti Dimri fitness and diet plan

সংক্ষিপ্ত

কিনেছেন প্রায় কোটি কোটি টাকার বিলাসবহুল বাংলো! কত টাকা পারিশ্রমিক বাড়ালেন তৃপ্তি দিমরি জানেন?

এখনও পর্যন্ত মোটে চার-পাঁচটি ছবিতে দেখা গিয়েছে। কিন্তু তার মধ্যেই যেন রাতারাতি ভাগ্য বদল! অ্যানিম্যালের পরে যেন জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে তৃপ্তি দিমরির।

জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন এই অভিনেত্রী। এরপর ব্যাড নিউজ, ভুলভুলাইয়ার মতো বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

তবে আর একই পারিশ্রমিক নয়, অ্যানিমেল রিলিজের পরে এক ধাক্কায় নিজের পারিশ্রমিক বহুলাংশে বড়িয়ে দিয়েছেন এই নায়িকা।

অ্য়ানিমেলে থেকে প্রায় ৪০ লক্ষ টাকা উপার্জন করেন এই নায়িকা। এরপর পান 'ভুল ভুলাইয়া ৩' ছবির প্রস্তাব পান তৃপ্তি আর এতেই নাকি নিলেন দ্বিগুণ পারিশ্রমিক। এবার ছবি পিছু প্রায় কোটির ঘরে টাকা নিচ্ছেন অভিনেত্রী।

জুন মাসেই কিনেছেন প্রায় ১৪ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলো। সেই টাকার ঠেলা সামলাতেই কী দর বাড়ালেন তৃপ্তি দিমরি?

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে