অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! অন্যদিকে তৃপ্তির ঠোঁটে ঠোঁট দিলেন ভিকি কৌশল, অন্তরঙ্গ মুহর্তের ছবি ভাইরাল হতেই জোর জল্পনা

Published : Jul 09, 2024, 02:25 PM ISTUpdated : Jul 09, 2024, 02:34 PM IST
Vicky

সংক্ষিপ্ত

অন্তসত্ত্বা ক্যাটরিনা! অন্যদিকে তৃপ্তি ঠোঁটে ঠোঁট দিলেন ভিকি কৌশল, অন্তরঙ্গ মুহর্তের ছবি ভাইরাল হতেই জোর জল্পনা

ঘনিষ্ট দৃশ্যে ধরা পড়লেন ভিকি কৌশল-তৃপ্তি দিমরি। কখনও বাথরুমে আবার কখনও পুলের জলে, একে অপরের ঠোঁটে ছোঁট ডুবিয়েছেন এই দুই তারকা। আর এই ছবিতেই এখন ছেয়ে গিয়েছে নেটপাড়া।

আর এই ছবি প্রকাশ পেতেই ক্যাটরিনার খোঁজ করতে শুরু করেছেন নেট নাগরিকরা। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনিত 'ব্যাড নিউজ' ছবিটি।

এই ছবিরই 'জানম' গানের একটি দৃশ্যই ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমের আনাচে-কানাচে। যেই দৃশ্যতে ভীষণ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তৃপ্তি-ভিকিকে।

তবে বরের সঙ্গে অন্য কারও এত ঘনিষ্ঠ মুহূর্ত দেখে কী বলছেন ক্যাটরিনা? তা জানতেই আলোরণ পড়ে গিয়েছে। নেটনাগরিক এই দৃশ্যের কমেন্ট বক্সে লিখেছেন, "ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?" "আবার অনেকে লিখেছেন ক্যাটরিনার কাছে ভিকি কেন মার খাচ্ছেন না?"

প্রসঙ্গত বহুদিন ধরেই খোঁজ নেই ক্যাটরিনার। সামাজিক মাধ্যমে কোনও ছবিই শেয়ার করছেন না তিনি। গত ১৯ এপ্রিল শেষ নিজের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানেও দেখা যায়নি তাঁকে। অন্যদিকে অভিনেত্রীর মা হওয়ার জল্পনাও তুঙ্গে উঠেছে। সব মিলিয়ে ক্যাটরিনার খোঁজে দিশেহারা চিত্রশিল্পীরা!

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?