একের পর এক অন্তরঙ্গ মুহূর্তে ঘুম কাড়লেন আম জনতার! রাতারাতি ন্যাশনাল ক্রাশ এই অভিনেত্রী?

Published : Jul 12, 2024, 11:03 AM IST
Neha

সংক্ষিপ্ত

একের পর এক অন্তরঙ্গ মুহূর্তে ঘুম কাড়লেন আম জনতার! রাতারাতি ন্যাশনাল ক্রাশ এই অভিনেত্রী?

সকলের ঘুম কেড়ে নিয়েছে মির্জাপুর সিজন থ্রি-এর একটি নারী। গত সিজন কাঁপিয়ে দিয়েছিল বিনা ভাবি। সিজন জুড়ে ছিল নানা অন্তরঙ্গ মুহূর্ত। কখনও কালিন আবার কখনও বাপুজি একের পর এক অন্তরঙ্গ মুহূর্ত তোলপাড় করেছিল নেট মাধ্যম। এবার এই সিজনে বীনা ভাবিকে ছাপিয়ে গেল আরও একজন। যার নাম সালোনি ত্যাগি।

একের পর এক সাহসী দৃ্শ্যে অভিনয় করে এখন তিনি ন্যাশনাল ক্রাশ। 'মির্জাপুর'এ সালোনির চরিত্রে দেখা গিয়েছে নেহা সরগমকে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নেহা। টেলিভিশনে 'চাঁদ ছুপা বাদল মে'-র মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয় তাঁর। তবে হঠাৎই ওটিটিতে ডাক আসে তাঁর। আর এই অন্তরঙ্গ চরিত্রে তাঁকে দেখে তাক লেগে গিয়েছে নেট পাড়ার বাসিন্দাদের।

ওটিটিতে বিজয় বর্মার সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাবে তাঁকে। এরপর থেকেই মনে করা হচ্ছে যে তৃপ্তি দিমরির মতোই রাতারাতি জনপ্রিয়তা পাবেন এই নায়িকা।

এমনিতেই নেহাকে নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে মির্জাপুর প্রেমীদের মধ্যে। তাই এই ওটিটি যে একেবারে নেহার জীবন বদলতে দিতে পারে তাই অনুমান করছেন নেট পাড়ার বাসিন্দারা।

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে