কান চলচ্চিত্র উৎসবে তারকাদের সাজপোশাক সব সময় উঠে আসে খবরে। এবার উৎসবের প্রথম দিকেই সম্পূর্ণ লাইম লাইট কাড়লেন দুই বলি তারকা। তাঁদের পোষ্য প্রেম কাড়ল নজর।
চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন একাধিক বলিতারকা। ১৬ মে থেকে শুরু হয়েছে উৎসব। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব। প্রতিদিন নিত্য নতুন ফ্যাশনেবল পোশাক পরে রেড কার্পেটে হাঁটছেন তারকারা।
210
এই ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে হিয়েছে বলিউড সেলেবরা। বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।
310
উর্বশী রাউতেলা, ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, অনুষ্কা শর্মা, মল্লিকা শেরাওয়াত, মানুসী চিল্লার থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ- হাজির হচ্ছেন এবছর কান ফিল্ম ফেস্টিভ্যাসে। আর উৎসবের শুরু দিকে দুই বলি তারকা কাড়লেন সকলের নজর।
410
কারও হাতে সাপ তো কারও গলায় কুমির দেখে চমক পেলেন সকলে। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ নজর কাড়লেন উর্বশী রাউতেলা ও মল্লিকা শেরাওয়াত।
510
একসময় উৎসবে গলায় সাপ ঝুলিয়ে হাজির হয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। ২০০৫ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ডিবিউ করেছিলেন মল্লিকা। সে সময় বলিউডের তিনি ছিলেন বহুল চর্চিত অভিনেত্রী। একাধিক ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের।
610
এক সময় কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দেখা যেত নায়িকাকে। ২০১০ সালে ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে মল্লিকা শেরাওয়াতের উপস্থিতি সকলের নজর কেড়েছিল। সে সময় হিসস ও দ্য হরর- অ্যাডভেঞ্চার ছবি মুক্তি পায়।
710
সেবছর সাপ নিয়ে রেড কার্পেটে হেঁটে ছিলেন মল্লিকা। হলুদ ও কালো গাউনে দেখা গিয়েছিল তাঁকে। আর গলায় নিয়েছিলেন সাপ। ২০১০ সালে মুক্তি পাওয়া হিসস ছবিতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন। সে বছরই সাপ নিয়ে হাজির রেড কার্পেটে।
810
ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে মল্লিকার সাপ নিয়ে উপস্থিতি দেখে অনেকে যেমন ভয় পেয়ে গিয়েছিলেন, তেমনই অনেকে প্রশাংসা করেন তাঁর সাহসের। আবার অনেকে বলেছিলেন, সাপের কামড় খেলে মল্লিতার কী হত।
910
এবছর ফিল্ম ফেস্টিভ্যালের মল্লিকা শেরাওয়াতের দেখানো রাস্তায় হাঁটলেন উর্বশী রাউতেলা। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হন উর্বশী রাওতেলা। উৎসবের প্রথম দিনে রেড কার্পেটে দেখা গিয়েছে তাঁকে। ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে। আর তাঁর গলার হার নজর কাড়ে সকলের। কুমিরের নকশা করা গলার হার পরেছিলেন উর্বশী। যা দেখে সকলের মনে পড়েছে মল্লিকার কথা।
1010
প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পরভিন ববির বায়োপিকে দেখা যাবে তাঁকে। যা প্রদর্শীত হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে। এই প্রসঙ্গে উর্বশী জানান, কান ফিল্ম ফেস্টভ্যাস বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন উর্বশী। সঙ্গে জানান, তিনি পরভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টভ্যালের দেখানো হবে তাঁর ছবি।