এই ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে হিয়েছে বলিউড সেলেবরা। বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।
210
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। উৎসবে তিনি অন্যতম মুখ। প্রতি বছর রেড কার্পেটে দেখা যায় তাঁকে। এবারও সেখানে পৌঁছালেন ঐশ্বর্য। সঙ্গী আরাধ্যা বচ্চন।
310
অন্য দিকে, ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হন উর্বশী রাওতেলা। উৎসবের প্রথম দিনে রেড কার্পেটে দেখা গিয়েছে তাঁকে। ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাইনে। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পরভিন ববির বায়োপিকে দেখা যাবে তাঁকে।
410
এই প্রসঙ্গে উর্বশী জানান, কান ফিল্ন ফেস্টভ্যাস বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন উর্বশী। সঙ্গে জানান, তিনি পরভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টভ্যালের দেখানো হবে তাঁর ছবি।
510
এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হলেন সারা আলি খান। প্রথম দিন অফ হোটাইট লেহেঙ্গাতে দেখা গিয়েছে তাঁকে। রেক কার্পেটে দেখা গিয়েছে সারা আলি খান কে। আবু জনি সন্দীপ খোসলা-র পোশাকে দেখা গেল তাঁকে।
610
প্রথম দিন সারা আলি খানের লুক নজর কেড়েছে সকলের। অফ হোয়াইট রঙের পোশাকে নজর কাড়লেন নায়িকা। ৭৬ তম চলচ্চিত্র উৎসবে এই প্রথম দেখা গেল অমৃতা কন্যাকে। আর প্রথম বারেই সকলের নজর কাড়লেন সারা।
710
এদিন সকলের নজর কাড়েন ইষা গুপ্তা। হালকা পিঙ্ক রঙের গাইনে দেখা গেল ইষাকে। হাই স্লিট ড্রেসে দেখা গেল তাঁকে। কলার গাউনে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল ইশা গুপ্তা। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়লেন ইশা গুপ্তা।
810
মানুষী চিল্লারকে দেখা যায় সাদা রঙের গাউনে। অফ সোল্ডার গাউন পরেছিলেন মানুষী। সাদা গাউনে তাঁর আকর্ষণীয় লুকে মুগ্ধ হয়েছিলেন সকলে।
910
এছাড়া এবছর থাকছেন মৃণাল ঠাকুর। প্রথমবার কানে দেখা যাবে তাঁকে। অবশ্যই থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি আলাদা মাদকতা যোগ করে।
1010
থাকছেন অনুষ্কা শর্মা। এই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করবেন অনুষ্কা শর্মা। এই প্রথম রেড কার্পেটে হাঁটবেন অনুষ্কা শর্মা। থাকবেন অনুরাগ কাশ্যপ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।