Cannes Film Festival 2023: দেখে নিন কোন কোন বলি তারকা নজর কাড়লেন সকলের, রইল উৎসবের খুঁটিনাটি

চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন একাধিক বলিতারকা। ১৬ মে থেকে শুরু হয়েছে উৎসব। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব।

Sayanita Chakraborty | Published : May 17, 2023 5:13 AM IST / Updated: May 17 2023, 10:44 AM IST
110

এই ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে হিয়েছে বলিউড সেলেবরা। বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।

210

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। উৎসবে তিনি অন্যতম মুখ। প্রতি বছর রেড কার্পেটে দেখা যায় তাঁকে। এবারও সেখানে পৌঁছালেন ঐশ্বর্য। সঙ্গী আরাধ্যা বচ্চন।

310

অন্য দিকে, ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হন উর্বশী রাওতেলা। উৎসবের প্রথম দিনে রেড কার্পেটে দেখা গিয়েছে তাঁকে। ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাইনে। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পরভিন ববির বায়োপিকে দেখা যাবে তাঁকে।

410

এই প্রসঙ্গে উর্বশী জানান, কান ফিল্ন ফেস্টভ্যাস বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন উর্বশী। সঙ্গে জানান, তিনি পরভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টভ্যালের দেখানো হবে তাঁর ছবি।

510

এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হলেন সারা আলি খান। প্রথম দিন অফ হোটাইট লেহেঙ্গাতে দেখা গিয়েছে তাঁকে। রেক কার্পেটে দেখা গিয়েছে সারা আলি খান কে। আবু জনি সন্দীপ খোসলা-র পোশাকে দেখা গেল তাঁকে।

610

প্রথম দিন সারা আলি খানের লুক নজর কেড়েছে সকলের। অফ হোয়াইট রঙের পোশাকে নজর কাড়লেন নায়িকা। ৭৬ তম চলচ্চিত্র উৎসবে এই প্রথম দেখা গেল অমৃতা কন্যাকে। আর প্রথম বারেই সকলের নজর কাড়লেন সারা।

710

এদিন সকলের নজর কাড়েন ইষা গুপ্তা। হালকা পিঙ্ক রঙের গাইনে দেখা গেল ইষাকে। হাই স্লিট ড্রেসে দেখা গেল তাঁকে। কলার গাউনে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল ইশা গুপ্তা। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়লেন ইশা গুপ্তা।

810

মানুষী চিল্লারকে দেখা যায় সাদা রঙের গাউনে। অফ সোল্ডার গাউন পরেছিলেন মানুষী। সাদা গাউনে তাঁর আকর্ষণীয় লুকে মুগ্ধ হয়েছিলেন সকলে।

910

এছাড়া এবছর থাকছেন মৃণাল ঠাকুর। প্রথমবার কানে দেখা যাবে তাঁকে। অবশ্যই থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি আলাদা মাদকতা যোগ করে।

1010

থাকছেন অনুষ্কা শর্মা। এই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করবেন অনুষ্কা শর্মা। এই প্রথম রেড কার্পেটে হাঁটবেন অনুষ্কা শর্মা। থাকবেন অনুরাগ কাশ্যপ।

Share this Photo Gallery
click me!

Latest Videos