Josephine Chaplin Death: ফের নক্ষত্রপতন, প্রয়াত হলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন

প্রয়াত হলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪।

একের পর এক খারাপ খবর অভিনয় জগতে। প্রয়াত হলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। জানা গিয়েছে, ১৩ জুলাই প্যারিসে প্রয়াত হন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই দুঃসংবাদটি।

২৮ মার্চ ১৯৪৯ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা মণিকাতে জন্মগ্রহণ করেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন। জোসেফিন চ্যাপলিন ছিলেন চার্লি চ্যাপলিন ও ওনা ওনিলের জন্মগ্রহণকারী আট সন্তানের মধ্যে তৃতীয়। তিনি তাঁর বাবার ছবি দিয়ে অল্প বয়সে কেরিয়ার শুরু করেন। ১৯৫২ সালে তাঁর অভিনীত ছবি সকলের নজর কাড়ে। তিনি ব্যাপক ভাবে জনপ্রিয়তা পান। সর্বত্র প্রশংসিত হয় তাঁর অভিনয়। তিনি বেশ কয়টি ছবিতে অভিনয় করেছেন। ১৯৭২ সালে তিনি পিয়ার পাওলো পাসোলিনির পুরস্কার বিজয়ী চলচ্চিত্র দ্য ক্যান্টারবেরি টেলস এবং রিচার্ড বালডুচির লওডিউর দেস ফাউভেস- এ অভিনয় করেন। তিনি মেনাহেম গোলানের ১৯৭২ সালে নাটক এক্সেপ টু দ্য সান-এ লরেন্স হার্ভির সঙ্গে অভিনয় করেন। তিনি কানাডিয়ান নাটক দ্য বে বয়-এ অভিনয় করেন। ১৯৮৮ সালে তিনি হ্যাডলি রিচার্ডসনের চরিত্রে অভিনয় করেন। স্টেসি কিচের বিপরীতে আর্নেস্ট হেমিংওয়ের চরিত্রে ও টিভির পর্দায় মিনি সিরিজ হেমিংওয়েতে মন জয় করেন।

বর্তমানে প্যারিসে থাকতেন তিনি। তিন ছেলে রয়েছে তাঁর। চার্লি, আর্থার, জুলিয়েন রনেট। এই তিন ছেলে রয়েছে অভিনেত্রীর। তেমন তাঁর ভাই-বোনদের মধ্যে অনেকেই এখন বেঁচে আছেন। মাইকেল, জেরাল্ডাইন, ভিক্টোরিয়া, জেন, অ্যানেট, ইউজিন এবং ক্রিস্টোফার।

সদ্য প্রয়াত হলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। তিনি বাবার দেখানো পথেই হাঁটেন অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন অভিনেত্রী। সারা জীবনে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। পেয়েছেন একাধিক পুরস্কার।

একের পরের পর মৃত্যুর খবর অভিনয় জগতে। কদিন আগে শৌচাগার থেকে উদ্ধার হল জনপ্রিয় গায়িকা লিং সাং ইউনের নিথর দেহ। কনসার্টে গান গাইতে ওঠার আগে প্রয়াত হন তিনি। তার আগে প্রয়াত হলেন অভিনেতা হরিশ মাগন। গোলমাল ছবির জন্য তিনি খ্যাতি পান। এদিকে জুন মাসেই প্রয়াত হন মালায়লম অভিনেতা কাজান খান। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তার আগে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিল্লন। তেমনই ৭৯-এ প্রয়াত হন শকুনি মামা গুফি পেন্টাল।

 

আরও পড়ুন

Real Story: বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই আটটি ছবি, দেখে নিন এক ঝলকে

Alia Bhat: মেয়ের ভবিষ্যত নিয়ে তাঁর রয়েছে এক বিশেষ স্বপ্ন, ছবির প্রচারে এসে গোপন কথা জানালেন আলিয়া

Vivek Oberoi: আর্থিক প্রতারণার শিকার বিবেক ওবেরয়, মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন অভিনেতা

Share this article
click me!

Latest Videos

বেআইনি বহুতল আবাসন নির্মাণে Mamata Banerjee-কে কাঠগড়ায় তুললেন Suvendu Adhikari, দেখুন
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning