মেয়ে সোহা আলি খান আর বৌমা করিনা কাপুর নিজেদের ইন্টাগ্রামে শর্মিলার বার্থডে পার্টির ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে ছোট নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
কালো পোশাকে অনবদ্য শর্মিলা
এখনও তিনি সুন্দরী। এখনও লাবণ্যময়ী। তাঁর হাসি এখনও চোখ ঝলসানে। কালো পোশাকে ৭৯তম জন্মদিনেও অনবদ্য হয়ে উঠলেন শর্মিলা ঠাকুর।
শর্মিলার পথ চলা
১৯৫৮ সালে অপুর সংসার ছবি দিয়েই তাঁর সিলভার স্ক্রিনে পথ চলা শুরু। সত্যজিৎ রায়ের হাত থেকেই সিনেমায় হাতেখড়ি। কিন্তু তারপর তাঁর বলিউড জয়ের গল্প সকলেরই জানা।
সাহসী অভিনেত্রী
শর্মিলার দুর্দান্ত অভিনয় ক্ষমতার কথা যেমন আজও মনে রেখেছে দর্শকরা। তেমনই তারা এখনও মনে রেখেছেন তাঁর সাহসী অভিনয়ের কথা। তিনি প্রথম সারির প্রথম অভিনেত্রী- যিনি বিকিনি পরে অবলীলায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন।
মনসুর আলির ঘরনী শর্মিলা
১৯৬৯ সালে কিংবদন্তি ক্রিকেটার মুনসুর আলি পতৌদিকে বেয়ে করেন তিনি। সইফ, সারা আর সোহা - তিন সন্তানের মা শর্মিলা।
এখনও সিলভার স্ক্রিনে
এখনও মাঝে মধ্যেই সিলভার স্ক্রিনে তাক লাগিয়ে দেন শর্মিলা ঠাকুর। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা গেছে তাঁকে। গুলমোহর নামে একটি ছবিতে।
সিলভার স্ক্রিনে শর্মিলা
বাংলা ও হিন্দি ছবিতে একটা সময় ছুটিয়ে অভিনয় করেছেন শর্মিলা। এখনও মাঝে মাঝেই সিলভার স্ক্রিনে তাঁর উপপস্থিতি দেখা যায়। টিভিতেও জাজ হিসেবে দেখা যায় তাঁকে।
১৪ বছর পরে বাংলা ছবিতে শর্মিলা
১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর। সুমন ঘোষের পুরাতন নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে অন্তহীন ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।