Sharmila Tagores Birthday: জন্মদিনে কালো পোশাকে চোখ ধাঁধালেন শর্মিলা, দেখুন ছবিতে

শর্মিলা ঠাকুরের জন্মদিন। দেখতে দেখতে ৭৯টি বসন্ত কেটে গেল। কিন্তু এখনও অনবদ্য শর্মিলা। জন্মদিন কাটালেন পরিবারের সদস্যদের সঙ্গে।

 

Saborni Mitra | Published : Dec 8, 2023 11:21 PM / Updated: Dec 08 2023, 11:53 PM IST
110
শর্মিলা ঠাকুরের জন্মদিন

৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিন। পরিবারের সদস্যদের সঙ্গে ৭৯তম জন্মদিন কাটালেন তিনি।

210
নাতি-নাতনির সঙ্গে শর্মিলা

ছেলে মেয়ে নাতি-নাতনি নিয়ে ভরা সংসার নবাব ঘরনীর। ঘরোয়াভাবেই নিজের জন্মদিন সেলিব্রেট করলেন বলিউড ডিভা।

310
মেয়ে আর বৌমার ছবি শেয়ার

মেয়ে সোহা আলি খান আর বৌমা করিনা কাপুর নিজেদের ইন্টাগ্রামে শর্মিলার বার্থডে পার্টির ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে ছোট নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

410
কালো পোশাকে অনবদ্য শর্মিলা

এখনও তিনি সুন্দরী। এখনও লাবণ্যময়ী। তাঁর হাসি এখনও চোখ ঝলসানে। কালো পোশাকে ৭৯তম জন্মদিনেও অনবদ্য হয়ে উঠলেন শর্মিলা ঠাকুর।

510
শর্মিলার পথ চলা

১৯৫৮ সালে অপুর সংসার ছবি দিয়েই তাঁর সিলভার স্ক্রিনে পথ চলা শুরু। সত্যজিৎ রায়ের হাত থেকেই সিনেমায় হাতেখড়ি। কিন্তু তারপর তাঁর বলিউড জয়ের গল্প সকলেরই জানা।

610
সাহসী অভিনেত্রী

শর্মিলার দুর্দান্ত অভিনয় ক্ষমতার কথা যেমন আজও মনে রেখেছে দর্শকরা। তেমনই তারা এখনও মনে রেখেছেন তাঁর সাহসী অভিনয়ের কথা। তিনি প্রথম সারির প্রথম অভিনেত্রী- যিনি বিকিনি পরে অবলীলায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন।

710
মনসুর আলির ঘরনী শর্মিলা

১৯৬৯ সালে কিংবদন্তি ক্রিকেটার মুনসুর আলি পতৌদিকে বেয়ে করেন তিনি। সইফ, সারা আর সোহা - তিন সন্তানের মা শর্মিলা।

810
এখনও সিলভার স্ক্রিনে

এখনও মাঝে মধ্যেই সিলভার স্ক্রিনে তাক লাগিয়ে দেন শর্মিলা ঠাকুর। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা গেছে তাঁকে। গুলমোহর নামে একটি ছবিতে।

910
সিলভার স্ক্রিনে শর্মিলা

বাংলা ও হিন্দি ছবিতে একটা সময় ছুটিয়ে অভিনয় করেছেন শর্মিলা। এখনও মাঝে মাঝেই সিলভার স্ক্রিনে তাঁর উপপস্থিতি দেখা যায়। টিভিতেও জাজ হিসেবে দেখা যায় তাঁকে।

1010
১৪ বছর পরে বাংলা ছবিতে শর্মিলা

১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর। সুমন ঘোষের পুরাতন নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে অন্তহীন ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos