বিরাট আরও বলেন, অনুষ্কার মতো জীবনসঙ্গী পাওয়ায় আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমার কাছে শক্তির একটা বড় স্তম্ভ অনুষ্কা । অনেকেই হয়তো আলোচনা করে, তবে অনুষ্কা আমার জীবনে আসার পর আমার বিবর্তন শুরু হয়েছে। আমরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছি। অনুষ্কা না থাকলে এতটা আবেগ এবং প্রাণশক্তি নিয়ে খেলতে পারতাম না।