Kalki 2898 AD: ৪ দিনেই ৩০০ কোটি পার! বক্স অফিসে ব্যপক সাফল্য পেল 'কল্কি ২৮৯৮ এডি', কবে দেখতে যাচ্ছেন এই ছবি?

৪ দিনেই ৩০০ কোটি পার! বক্স অফিসে ব্যপক সাফল্য পেল 'কল্কি ২৮৯৮ এডি', কবে দেখতে যাচ্ছেন এই ছবি?

২৭ জুন মুক্তিপেয়েছে 'কল্কি ২৮৯৮ এডি'। এই ছবির জন্য দীর্ঘদিন ধরে আপেক্ষা করে বসেছিলেন দর্শকরা। ট্রেলার অমিতাভ বচ্চনের নজর কাড়া লুক দেকে রীতিমতো অবাক হয়েছিলেন দর্শকরা। এই ছবিতে অশ্বথামার চরিত্রে দেখা যাবে অমিতাভকে। ট্রেলার দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন নেটিজেনরা।

মুক্তির আগেই আগাম টিকিটে হাউজ ফুল হয়ে গিয়েছিল বেশ কিছু সিনেমা হল। গত ৪ দিনে দারুণ ব্যবসা করেছে এই ছবি। সিনেমা হলে থিকথিক করছিল দর্শকদের ভিড়।

Latest Videos

মিডিয়া রিপোর্ট অনুসারে, সাইন্স ফিকশন ছবি 'কল্কি ২৮৯৮ এডি' চারদিনে প্রায় ৩০২.৪ কোটি টাকা অর্জন করেছে।

 

 

হিন্দি ভাষার এই চলচিত্রটিচার দিনে ১১০.৫ কোটি টাকারও বেশি টাকার ব্যবসা করেছে। এবং বিশ্বের নিরিখে প্রায় ৫০০ কোটি টাকার মাত্রা অতিক্রম করছে 'কল্কি ২৮৯৮ এডি'।

এই ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন কামাল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকন, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বতকে।

পুরো ছবিটিতে রয়েছে দুর্দান্ত সব গ্রাফিক্সের কাজ। এ ছাড়াও দুর্দান্ত সাইন্স ফিকশন গল্পে মন আপ্লুত হয়ে যাবে দর্শকদের।

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today