প্রয়াত হলেন দঙ্গল ছবির ববিতা ফোগাত, মাত্র ১৯ বছরে প্রয়াত অভিনেত্রী সুহানি ভটনাগরে। ভুল চিকিৎসার কারণে প্রয়াত হন তিনি।
একের পর এক খারাপ খবর বিনোদন জগত জুড়ে। সকালে বাংলার বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণের খবর প্রকাশ্যে আসে। ৭৯ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী। শনিবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।
তেমনই এবার এল এক বলি তারকার মৃত্যুর খবর। প্রয়াত হলেন দঙ্গল ছবির ববিতা ফোগাত, মাত্র ১৯ বছরে প্রয়াত অভিনেত্রী সুহানি ভটনাগরে। ভুল চিকিৎসার কারণে প্রয়াত হন তিনি।
জানা গিয়েছে, কিছুদিন আগে পা ভেঙে যায় অভিনেত্রীর। দিল্লি এএমস-এ ভর্তি ছিলেন। চিকিৎসা হয় সেখানে। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেতে হয়েছিল তাঁকে। এর থেকে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। এর কারণেই মৃত্যু বয় তাঁরা।
ফরিদাবাদের মেয়ে সুহানি ভটনাগরে। দঙ্গল ছবিতে আমিরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দঙ্গল ছবির দৌলতে সামনে আসে হরিয়ানার ফোগত বোনদের লড়াইয়ের কাহিনি। এক বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন তিনজন নায়িকা। তালিকায় আছেন ফাতিমা সানা শেখ, সানা মলহোত্রা এবং সুহানি ভটনাগরে। তিন জনকেই আমির খানের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল। ছবিতে কিশোরী ববিতা ফোগাতের চরিত্রে অভিনয় করেন সুহানি ভটনাগরে। ছোট্ট ববিতার অভিনয় নজর কেড়েছিল সকলের। তাঁর এমন আকষ্মিক প্রয়াণে শোকস্তব্ধ সকল দর্শক থেকে তারকা।
পা ভাঙার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর কেউ প্রয়াত হতে পারে তা বিশ্বাস করা কঠিন। ভুল চিকিৎসা কেড়ে নিল সুহানি ভটনাগরের প্রাণ। মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত হলেন দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি ভটনাগরে। ববিতা ফোগাতের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
আইনি পথে আলাদা হলেন কাঞ্চন ও পিঙ্কি, বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন দুই তারকা
প্রয়াত হলেন অঞ্জনা ভৌমিক, ৭৯ বছর বয়সে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী