Sushant Singh Rajput: পরিচালকের প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও বাদ পড়েছিলেন ছবি থেকে, রইল ছবির তালিকা

পার হল তিন বছর। ২০২০ সালে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালে ১৪ জুন সুশান্তের ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। অনেকেই বলেছিলেন, নেপোটিজমের শিকার হলে ডিপ্রেশনে চলে যান। শেষে আত্মহত্যা করেন তিনি।

Sayanita Chakraborty | Published : Jun 14, 2023 7:55 AM IST / Updated: Jun 14 2023, 01:32 PM IST
110
সুশান্ত সিং রাজপুত

অভিনয় দক্ষতা, মেধা থাকা সত্ত্বেও একের পর এক ছবি থেকে বাদ পড়েন সুশান্ত। কারণে বলিউডের স্বজনপোষণ। একবার এক সাক্ষৎকারে সুশান্ত বলেছিলেন, ‘...গত এক বছরে আমি ১২টি ছবি হারিয়েছি।’ আজ রইল সেই তালিকা। দেখে নিন কোন ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত।

210
ফিতুর

শোনা গিয়েছে, অভিষেক কাপুরের ফিতুর ছবিতে নুরের চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে সেই চরিত্র আদিত্য রায় কাপুরকে দেখা যায়

310
আশিকি ২

সুপার ডুপার হিট হয়েছিল আশিকি ২। এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। কোনও এক অজ্ঞাত কারণে ছবি থেকে বাদ পরেন সুশান্ত। শেষ আদিত্য রায় কাপুরকে দেখা যায় এই চরিত্রে।

410
হাফ গার্লফ্রেন্ড

চেতন ভগতের গল্প অবলম্বনে তৈরি হাফ গার্লফ্রেন্ড। এই ছবি তৈরির সময় চেতন ভগতের মুখে শোনা গিয়েছিল ছবিতে থাকবেন সুশান্ত। কিন্তু, পরে সুশান্তের বদলে দেখা যায় অর্জুন কাপুরকে।

510
মুক্কাবাজ

২০১৬ সালে মুক্তি পায় মুক্কাবাজ। এই ছবিতেও সুশান্তের অভিনয় করার কথা ছিল। কিন্তু, পরে অনুরাগ কাশ্যপের এই ছবি থেকে বাদ পড়েন সুশান্ত সিং রাজপুত।

610
কবির সিং

শাহিদ ও কিয়ারা অভিনীত হিট ছবি কবির সিং। এই ছবিতে শাহিদের চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের কথা। কিন্তু, পরে সেই চরিত্র পান শাহিদ কাপুর। এই ছবিটিও হাত ছাড়া হয়েছিল।

710
বেফিকরে

বেফিকরে ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে এই চরিত্রে দেখা যায় রণবীর সিং-কে। এই চরিত্রে বাণী কাপুরের সঙ্গে জুটি বাঁধেন রণবীর সিং।

810
রোমিও আকবর ওয়াল্টার

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। কিন্তু, শোনা গিয়েছিল এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে তিনি বাদ পড়েন।

910
পদ্মাবত ও সড়ক ২

পদ্মাবত ছবিতে রাজা রতন সিং-র চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের কথা। কিন্তু, পরে সঞ্জয় লীলা বনসলির এই ছবিতে রাজা রতন সিং চরিত্রে অভিনয়ের সুযোগ পান শাহিদ কাপুর। তেমনই , আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর অভিনীত সড়ক ২ ছবিটি এক সময় নজর কেড়েছিল দর্শকদের। এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে এই চরিত্র থেকে বাদ যান সুশান্ত।

1010
রাম লালী, বাজিরাও মস্তানি, হাসি তো ফাসি

এমন ভাবে একাধিক ছবি থেকে বাদ পড়েন সুশান্ত। রাম লালী, বাজিরাও মস্তানি, হাসি তো ফাসি-র মতো ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে এই সকল চরিত্র থেকে বাদ যান সুশান্ত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos