৪০ পেরিয়ে গেলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। পরিচালক বিক্রম ভট, অনিল আম্বানি, রণদীপ হুডা, ললিত মোদী- সহ একাধিক ব্যক্তির সঙ্গে সুস্মিতার নাম জড়িয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত বিয়ে করেনি নায়িকা। তবে, তিনি দুজন দত্তক কন্যার মা। অল্প বয়সেই দুই মেয়ে দত্তক নিয়েছিলেন সুস্মিতা।