Bollywood Celebrities: পা দিয়েছেন ৪০-র কোঠায়, তা সত্ত্বেও বিয়ে করেননি এই সাত সুন্দরী

সকলের জীবনের কাহিনি ভিন্ন। কেউ অভিনয় ও সংসার সামলাচ্ছেন সুন্দর ভাবে। কেউ কেরিয়ার গড়তে গিয়ে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। তেমনই এমন তেমন তারকা আছেন যারা কেরিয়ারে সাফল্য পেতে গিয়ে আর বিয়েই করেননি।

Sayanita Chakraborty | Published : Jun 14, 2023 2:03 AM IST / Updated: Jun 14 2023, 09:06 AM IST
110
বলিউড সেলেব

আমারা প্রতিটা মানুষ একে অপরের থেকে আলাদা। বিয়ে ও সংসার নিয়ে সকলের মানসিকতা ভিন্ন। কেউ সংসারের জন্য কেরিয়ার বিসর্জন দিয়ে থাকেন। তো কেউ কেরিয়ার গড়তে গিয়ে সংসারই করে উঠতে পারেন না। আবার এমন অনেক তারকা আছেন যাদের বিয়ের প্রতি তেমন কোনও আগ্রহই নেই।

210
বলিউড সেলেব

আজ রইল কয়েকজন বলি নায়িকার কথা। এই সকল তারকা ইতিমধ্যে পা দিয়েছেন ৪০-র কোঠায়, তা সত্ত্বেও বিয়ে করেন এই সাত হট নায়িকা। প্রায়শই চর্চায় আসেন এরা। এদের জীবনে এক সময় প্রেমও এসেছে একাধিক। তা সত্ত্বেও বিয়ে করেননি।

310
বলিউড সেলেব

এই তালিকায় আছেন টাব্বু। অল্প বয়স থেকে অভিনয় শুরু করেন। তিনিও একাধিক সম্পর্কে জড়ান। সঞ্জয় কাপুক, সাজিদ নাদিয়াদওয়ালা থেকে শুরু করে নাগার্জুনার সঙ্গে সম্পর্কে জড়ান। সেসময় বিবাহিত নাগার্জুনার সঙ্গী দীর্ঘ সম্পর্কে ছিলেন। পরে ভাঙে সম্পর্ক। তারপর সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছেন টাব্বু। ৪০ পার করলেও বিয়ে করেননি টাব্বু।

410
সুস্মিতা সেন

৪০ পেরিয়ে গেলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। পরিচালক বিক্রম ভট, অনিল আম্বানি, রণদীপ হুডা, ললিত মোদী- সহ একাধিক ব্যক্তির সঙ্গে সুস্মিতার নাম জড়িয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত বিয়ে করেনি নায়িকা। তবে, তিনি দুজন দত্তক কন্যার মা। অল্প বয়সেই দুই মেয়ে দত্তক নিয়েছিলেন সুস্মিতা।

510
আমিশা প্যাটেল

বিয়ে করেননি হট নায়িকা আমিশ প্যাটেল। ৪০-র ঘরে পা রেখেছেন অনেকদিন। পরের পর কাজ করে চলেছেন। সঙ্গে তার হট ফোটোশ্যুট সব সময় মুগ্ধ করে দর্শকদের। কহোনা পেয়ার হ্যায় ছবি দিয়ে ডেবিউ করেন। তাঁর কেরিয়ারে রয়েছে একাধিক হিট ছবি। তবে, বিয়ে করেননি আমিশা।

610
একতা কাপুর

একতা কাপুর রয়েছেন তালিকা। করণ জোহরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল এক সময়। বস লেডি একতা কাপুর একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি চাঙ্কি পান্ডেকে পছন্দ করতেন। চাঙ্কি চাইলে তাদের বিয়ে হত। সে যাই হোক, এখনও সিঙ্গেল রয়েছেন একতা।

710
নার্গিস ফকরে

৪০ পার করলেও বিয়ে করেননি নার্গিস। আমেরিকায় জন্ম নার্গিসের। তিনি ২০১১ সালে বলিউডে ডেবিউ করেন। ইমতেয়াজ আলি ছবি দিয়ে বলিউডে ডেবিউ। উদয় চোপড়ার সঙ্গে এক সময় ডেটিং করতেন নার্গিস। কিন্তু সে সম্পর্ক বিচ্ছেদ হয়। বর্তমানে ৪৩-এ পা দিলেও বিয়ে করেননি নার্গিস।

810
সাক্ষী তনওয়া

৪৯-এও বিয়ে করেননি সাক্ষী তনওয়ার। টেলিভিশন থেকে সিনেমা- সর্বত্র পরিচিত মুখ সাক্ষ্মী। তিনি কেরিয়ার শুরু করেন ছোট পর্দা দিয়ে। কিন্তু, বিয়ের দিকে পা বাড়াননি সাক্ষী।

910
দিব্যা দত্ত

এই তালিকায় আছেন দিব্যা দত্ত। ৪৫-এ পা দিয়েছেন নায়িকা। তবে, এখনও বিয়ে করেননি। ভাগ মিলখা ভাগ, স্পেশ্যাল ২৬, দিল্লি ৬ থেকে শুরু করে একাধিক হিট ছবি রয়েছে তাঁর কেরিয়ারে। তবে, বিয়ের দিকে পা বাড়াননি নায়িকা।

1010
বলিউড সেলেব

সে যাই হোক, কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছালেও বিয়ের দিকে পা বাড়াননি এই সাত নায়িকা। অভিনীত ছবি থেকে ফোটোশ্যুট কিংবা কোনও ইভেন্টে প্রায়শই খবরে আছেন তাঁরা। তাঁদের ভক্তের সংখ্যা কম নয়। এই সকল নায়িকার চাহিদার মানুষেরও অভাব নেই। তবে, ৪০ পার করলেও বিয়ের দিকে পা বাড়াননি তাঁরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos