ওভারসাইজ শার্টে বেবিবাম্প ফ্লন্টস করতেই ধেয়ে এল কটাক্ষ, দেবিনার ভিডিও ঘিরে শোরগোল

চলতি বছরের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন জনপ্রিয় অভিনেত্রী দেবীনা বন্দোপাধ্যায়, এবারে স্বাগত জানাতে চলেছেন দ্বিতীয় সন্তানের আর তার জন্যই চলল বেবি বাম্প ফ্লন্টস করে দেদার ফটোশুট।

জনপ্রিয় টিভি সিরিয়াল 'চিদিয়াঘর'-এ ময়ূরী এবং রামায়ণে সীতার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী দেবীনা বন্দোপাধ্যায় সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে দেখা যায় গর্ভাবস্থার ফটোশুট করতে। ভিডিও প্রকাশ হতেই শুরু হয় নানারকম জল্পনা, নেটিজেনদের নানা মন্তব্যের মুখোমুখি হন দেবিনা। দেবীনা বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ভিডিওতে তাকে দেখা যায় কালো টিউব টপে , এছাড়াও তার পরনে ছিল সাদা ওভার সাইজের শার্ট এবং কালো হাই হিল যেখানে তিনি তার বেবি বাম্প ফ্লন্টস করেছেন। ভিডিওটির ক্যাপশনে দেবিনা লিখেছেন, "ক্যাপচারিং দ্য মিরাকেলস!"

 

Latest Videos

 

দেবীনার ভিডিও ছাড়তেই মন্তব্য বিভাগে উঠেছে বিতর্কিত কমেন্টের ঝড়। একজন ব্যবহারকারী লিখেছেন, "এই ম্যাডাম সীতাজির ভূমিকায় অভিনয় করেছেন। লজ্জা পাননি? নিজেকে একটু ঠিক রাখতেন।" অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "অর্থের জন্য যা কিছু... খুবই বিব্রতকর।" একজন ব্যবহারকারী লিখেছেন, "অর্থ উপার্জনের নতুন উপায়।" তো অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "ধিক্কার দাও, এটা ভারতীয় সংস্কৃতি নয়।" একজন ব্যবহারকারী লিখেছেন, "আমরা গর্ভাবস্থা থেকে অর্থ উপার্জন করি।", একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "লজ্জার একটা সীমা আছে। সবাই সব কিছু নিয়ে মজা করেছে। এই ধরনের লোকেরা ফটোশুট করাতে খুব গর্বিত বোধ করে। সর্বনাশের চিহ্ন... আল্লাহ রহম করুন।"

৩৫ বছর বয়সী দেবীনা বন্দোপাধ্যায় ২০০৫ সাল থেকেই পা রাখেন টিভি ইন্ডাস্ট্রিতে। তিনি প্রথম কাজ করেন তামিল টিভি সিরিয়াল 'মায়াবী'-তে। এরপর টিভির জনপ্রিয় কমেডি শো 'চিদিয়াঘর'-এ ময়ূরী চরিত্রে অভিনয় করেন তিনি। এরপরেই ২০০৮ সালে জনপ্রিয় ধারাবাহিক 'রামায়ণ'-এ সীতার ভূমিকায় উপস্থিত হয়েছিলেন তিনি। সীতা চরিত্রে বেশ জনপ্রিয় হন দেবীনা। মজার বিষয়, সিরিয়াল চলাকালীন, তিনি গুরমিত চৌধুরীর প্রেমে পড়েছিলেন, যিনি ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। এরপরেই চলতি বছরের ৩ এপ্রিল, দেবীনা এবং গুরমিতের প্রথম সন্তান জন্মগ্রহণ করে যার নাম দেওয়া হয় লিয়ানা। এবারে দেবীনা আবারও গর্ভবতী এবং শীঘ্রই গুরমিতের দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?