চলতি বছর সেপ্টেম্বরে যে মা হবেন, সে কথা অনেক আগেই জানিয়েছিলেন। জানা গিয়েছিল, চলতি মাসের শেষের দিকে নতুন সদস্য আসবে দীপিকা-রণবীরের পরিবারে। কিন্তু, মনে হচ্ছে সেই পরিকল্পনা ভেস্তে গেল। সময়ের আগেই হাজির হতে চলেছেন দীপিকা-রণবীরের প্রথম সন্তান।
আজ গণেশ চতুর্থীর দিন হাসপাতে ভর্তি হলেন দীপিকা। সর্বত্র এমনই খবর। আজ এই শুভ দিনে হঠাৎ করে কেন হাসপাতালে গেলেন হবু মা, তা নিয়ে চলছে জলঘোলা। তবে কি আজই নতুন সদস্য আসবে তাঁদের পরিবারে?
210
চলতি সপ্তাহের শুরুতে হঠাৎই মুম্বই ফিরে আসেন রণবীর কাপুর। এয়ারপোর্টে দেখা মেলে তাঁর। সেই থেকেই উঠেছে প্রশ্ন। হঠাৎ কেন তাড়াহুড়ো করে মুম্বই এলেন, সে প্রশ্ন যখন খুঁজছেন সকলে, সেই সময় খবর এল দীপিকার হাসপাতালে ভর্তির কথা।
310
এদিকে শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির এবং মাউন্ট মেরি চার্চে গিয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোণ। সবুজ রঙের শাড়িতে দেখা যায় হবু মাকে। আর হবু বাবা পরেছিলেন সাদা পোশাক।
410
এরপর হঠাৎ আজ হাসপাতালে ভর্তি হলেন দীপু। যা নিয়ে চিন্তা দেখা গিয়েছে তাঁর ভক্তদের মধ্যে। কেউ কেউ মনে করছেন, শীঘ্রই আসছে তার সন্তান। তেমনই কেউ দুশ্চিন্তা করছেন, তাঁর শারীরিক অবস্থা নিয়ে।
510
এতদিন শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর দীপিকা জন্ম দেবেন তাদের প্রথম সন্তানের। কিন্তু, আজ হঠাৎ হাসপাতালের সামনে দেখা যায় রণবীর দীপিকাকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই দাবানলের গতিতে ভাইরাল হয়। সকলেই প্রশ্ন করেন তবে কি গণেশ চতুর্থীর শুভক্ষণে নতুন সদস্য আসছে তাদের পরিবারে?
610
এদিকে কদিন আগে নিজের মেটারনিটি ফোটোশ্যুটের ছবি প্রকাশ করেন দীপিকা। সাদা-কালো সেই ছবিতে দেখা যায় রণবীর সিং-কেও। এই ছবি নিয়েও হয়েছিল বিস্তর জলঘোলা।
710
দীপিকার ছবি দেখে অনেকেই বলেন যমজ সন্তানের মা হবেন দীপু। একাধিক ব্যক্তি তাঁদের ছবিতে কমেন্ট করেন। একজন লেখেন, দেখে মনে হচ্ছে দুজন আসছে। অপর একজন লেখেন, আমার মনে হচ্ছে যমজ সন্তান আসতে চলেছে। এমনই অনেকেই বলেন যমজ সন্তানের মা হবেন দীপু। তবে, সবটাই সময়ের অপেক্ষা।
810
এদিকে এই শুভ দিনে দীপিকার হাসপাতালে ভর্তির কথা শুনে সকলেই আশায় বুক বেঁধেছেন। ঈশ্বরের কাছে দীপিকার জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্তরা। তবে, সত্যিই আজই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয় কি না, তা সময়ে অপেক্ষা।
910
শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে খুব সাবধানে চলাফেরা করতে দেখা গিয়েছে দীপিকাকে। গুনে গুনে পা ফেলে হাঁটছিলেন নায়িকা। বউকে আগলে হাঁটছিলেন রণবীর সিং। খালি পায়ে দেখা গিয়েছিল তাঁদের।
1010
২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোণ। এবার বিয়ের ৬ বছরের মাথায় তাদের পরিবারে আসতে চলছে নতুন সদস্য। অনেকেই মনে করছেন আজ এই শুভ দিনে সুখবর দেবেন দীপু।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।