অবশেষে প্রতীক্ষার অবসান! মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা, অনুরাগীদের জানালেন খুদে সদস্যের নাম

Published : Nov 02, 2024, 08:01 AM IST
Deepika

সংক্ষিপ্ত

অবশেষে প্রতীক্ষার অবসান! মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা, অনুরাগীদের জানালেন খুদে সদস্যের নাম

দীপাবলির উপলক্ষে মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। এতদিন তারকা দম্পতির সন্তানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষ করছিলেন অনুরাগীরা। এবার প্রকাশ পেল খুদের ছবি। শুধু তাই নয়, মেয়ের নাম কী রেখেছেন অনুরাগীদের তাও জানিয়ে দিলেন দীপিকা- রণবীর।

দীপিকা পাড়ুকন ও রণবীর সিংয়ের মেয়ের নাম রাখা হয়েছে দুয়া পাড়ুকন। ইন্সটাগ্রামে মেয়ের ছবি শেয়ার করে । মেয়ের এই নাম রাখার আসল কারণও ব্যাখ্যা করেন অভইনেত্রী।

অভিনেত্রী জানান, " 'দুয়া পাড়ুকোন সিং। দু'আ অর্থ প্রার্থনা। কারণ ও আমাদের প্রার্থনার ফল। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। দীপিকা ও রণবীর।" এই ক্যাপশনের পাশাপাশি খুদের ছোট্ট ছোট্ট দুটো পা শেয়ার করেছেন এই তারকা দম্পতি। এখনও সামনে আনা হয়নি খুদের মুখ।

 

 

অন্তঃসত্ত্বা থাকাকালীনই কল্কি ২৮৯৮ ছবির প্রচারে বেরিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এদিকে, রণবীর সিং সিংঘম এগেইন-এর ট্রেলার লঞ্চ সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন, যেখানে দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে ।

PREV
click me!

Recommended Stories

আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর
Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা