দীপাবলিতে বক্স অফিসে কে কাকে দেবে টেক্কা? সিংহাম এগেইন নাকি ভুল ভুলাইয়া ৩

বলিউডে এবার দীপাবলিতে বড় ক্লাশ। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পাঁচ নম্বর ছবির সাথে ভুল ভুলাইয়া ৩।

Sayanita Chakraborty | Published : Oct 30, 2024 1:35 PM IST

বলিউডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তির সময়কালগুলির মধ্যে একটি হল দীপাবলি। এই সময় সারা দেশ জুড়ে পালিত হয় উৎসব। সকলেই থাকেন ছুটির মেজাজে। এই সময় উৎসবের অংশ হিসেবে দলে দলে থিয়েটারে যান। তাই দীপাবলিতে নিজেদের ছবি মুক্তি দেওয়া কোনও প্রোডিউসারের জন্য গর্বের বিষয়। এবার দীপাবলিতে বলিউড থেকে দুটি উল্লেখযোগ্য ছবি আসছে।

অজয় দেবগন অভিনীত, রোহিত শেট্টি পরিচালিত অ্যাকশন ড্রামা সিংহাম এগেইন এবং কার্তিক আরিয়ান অভিনীত, আনিস বাজমি পরিচালিত হরর কমেডি ভুল ভুলাইয়া ৩ হিন্দি সিনেমার দীপাবলি মুক্তি। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম ছবি সিংহাম এগেইনে সুপারস্টারদের ভিড়। অজয় দেবগনের সাথে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ সহ সালমান খানও ছবিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত।

Latest Videos

তবে এত বড় তারকা থাকা সত্ত্বেও, কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩-এর প্রতি দর্শকদের আগ্রহ বেশি বলেই অগ্রিম বুকিংয়ের তথ্য প্রকাশ করেছে। বিখ্যাত ট্র্যাকার Sacnilk-এর তথ্য অনুযায়ী, সিংহাম এগেইন অগ্রিম বুকিংয়ে ভারতে এখন পর্যন্ত ২.৫৪ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে ভুল ভুলাইয়া ৩ আয় করেছে ৩.৫৬ কোটি! প্রথম শো-এর পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে তা জানার অপেক্ষায় বলিউড। দুটি ছবিই যদি ইতিবাচক সাড়া পায় তবে তা ইন্ডাস্ট্রির জন্য বড় স্বস্তি। 

সব মিলিয়ে এখন দেখার এই সপ্তাহে কেমন আয় হয় ছবি দুটোর। কোন ছবি কাকে দেয় টেক্কা। কোন ছবি মন কাড়তে পারে দর্শকদের। 

Share this article
click me!

Latest Videos

একসঙ্গে স্টেজ মাতালেন বিদ্যা-মাধুরী! Madhuri-র সঙ্গে স্টেজ শেয়ার করে আপ্লুত Vidya, দেখুন
জগদ্ধাত্রী পুজোয় নতুনত্বের ছোঁয়া! Chandannagar-এ ‘মাটির মায়া’ থিমে নজর কাড়বে সবার | Chandannagar
"আমার স্বপ্ন সত্যি হলো" Madhuri-র সঙ্গে নাচ করে আপ্লুত Vidya Balan #vidyabalan #shorts
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা