জ্যাকলিনের বিরুদ্ধে করা মানহানির মামলা পিছোতেই তেলে বেগুনে জ্বলে উঠল নোরা, কবে হবে শুনানি?

জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নোরা ফতেহি। জ্যাকলিনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেছে। শোনা যাচ্ছে আগামী ২৫ শে মার্চ মামলার শুনানি হবে। তবে সূত্রের খবর, এই মামলার শুনানি পিছিয়ে ২৫ মার্ট করা হয়েছে।

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন প্রতারক সুকেশ। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। জ্যাকলিনের এবং নোরার সঙ্গে সুকেশের সম্পর্ক নিয়ে এখনও জলঘোলা চলছে বলিউডে। আপাতত জামিনে মুক্ত রয়েছেন জ্যাকলিন। তবে নোরা ফতেহি আপাতত সাক্ষী হিসেবে এই মামালার অংশ।

নোরা ফতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা বেড়েই চলেছে। জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নোরা ফতেহি। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েই জল্পনা তুঙ্গে। নোরা অভিযোগ জানিয়েছেন, জ্যাকলিন তার নামে মানহানিকর অভিযোগ এনেছেন। তবে জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও বেশ কিছু মিডিয়ার নামেও দিল্লি কোর্টে মানহানির মামলা দায়ের করেছেন নোরা। সুকেশের মামলার সূত্র ধরেই দিল্লি কোর্টে এই মামলা দায়ের করেছেন নোরা। এই মানহানি মামলায় নোরা জ্যাকলিনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। তবে জানা যাচ্ছে, জ্যাকলিনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেছে। শোনা যাচ্ছে আগামী ২৫ শে মার্চ মামলার শুনানি হবে। শুধু জ্যাকলিন নয়, একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করেছে। তবে সূত্রের খবর, এই মামলার শুনানি পিছিয়ে ২৫ মার্ট করা হয়েছে।

Latest Videos

 

 

মানহানির মামলা দায়ের হওয়ার পরই জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কুমন্তব্য করেননি জ্যাকলিন। বরং এখনও পর্যন্ত আইনের পবিত্রতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। যেহেতু পুরো বিষয়টি এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সে কারণে মিডিয়াক সামনেও এই নিয়ে বিশেষ কোনও কথা বলছেন না। এখনও পর্যন্ত নোরার করা মানহানি মামলার কোনও কপি আমাদের হাতে আসেনি। তবে যখনই এমন কোনও কাগজ হাতে পাব, আমরাও আইনি পথে হাঁটব। জ্যাকলিনের অনেক সম্মান রয়েছে নোরার উপর। আমার মনে হচ্ছে এখানে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে প্রশান্ত সাফ জানিয়ে দিয়েছেন, জ্যাকলিনকে যদি কোনও আইনি ঝামেলায় অহেতুক জড়ানো হয়, তাহলে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।

 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ