কারা কারা উপস্থিত ছিলেন হোলি পার্টিতে, সতীশের মৃত্যুর তদন্তে সম্পূর্ণ তালিকা চেয়েছেন তদন্তকারীরা

Published : Mar 11, 2023, 01:56 PM ISTUpdated : Mar 13, 2023, 12:50 PM IST
satish kaushik last words mujhe bacha lo main marna nahin chahta

সংক্ষিপ্ত

হোলি পার্টিতে বন্ধুর খামারবাড়িতে উপস্থিত ছিলেন সতীশ। বলি তারকার মত্যুর পর দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। কারা কারা ওই পার্টিতে উপস্থিত ছিলেন তার সম্পূর্ণ তালিকাও চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।

 

মানুষটা আর নেই। সকলকে কাঁদিয়ে নীরবে অকালে চলে গেলেন। ৯ মার্চ ভোর রাতেই চলে গেলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সতীশ কৌশিক। বলিউডের নক্ষত্রপ্রয়াণে সকলের মনই ভারাক্রান্ত। হাসিখুশি প্রাণখোলা মানুষের এই অকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না গোটা বলিউড। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তার হার্ট অ্যাটাক হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন সতীশ কৌশিক। তবে অভিনেতার আকস্মিক মৃত্য নিয়ে জল্পনা চলছে।

বলিউডের অভিনেতা-পরিচালকের সতীশ কৌশিকের মৃত্যুতে এল নয়া মোড়। হোলি পার্টিতে বন্ধুর খামারবাড়িতে উপস্থিত ছিলেন সতীশ। বলি তারকার মত্যুর পর দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। এবং জানা গেছে, ওই ফার্ম হাউজ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ওষুধ। সতীশ কৌশিকের মৃত্যুর সঙ্গে কি কোনও যোগ রয়েছে ওই ওষুধের তা জানার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। প্রয়াত অভিনেতার রক্তেরও বেশ কিছু নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। জানা যাচ্ছে, অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে কোনও পোক্ত তথ্য দেননি চিকিৎসকেরা। বিস্তারিত রিপোর্ট পেলে অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে পরিস্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

 

 

দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালিয়ে ওষুধ উদ্ধার হওয়ার পর সতীশের মৃত্যু নিয়ে নয়া রহস্য ঘনীভূত হচ্ছে। কারা কারা ওই পার্টিতে উপস্থিত ছিলেন তার সম্পূর্ণ তালিকাও চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, পার্টিতে এমন একজন শিল্পপতি উপস্থিত ছিলেন যিনি নাকি একটি মামলায় ওয়ান্টেড। উল্লেখ্য, বুধবার দিল্লিতে বন্ধুদের সঙ্গে হোলি সেলিব্রেট করতেই পৌঁছে যান সতীশ। বিজবাসনের ফার্ম হাউজে ছিলেন সতীশ এবং সেখানেই অসুস্থ বোধ করতে শুরু করেন। তারপর গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় অভিনেতার । এটাই যে জীবনের শেষ হোলি তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি সতীশ কৌশিক। মৃত্যুকালে অভিনেতা বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। এই অকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না তার সহকর্মী থেকে অনুরাগীরা। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে। তবে কাজের মধ্যে থেকে যাবেন তিনি। একাধিক ছবি থেকে ওয়েব সিরিজে দেখা যাবে সতীশ কৌশিককে। বাস্তবে তাকে আর ফিরে না পেলেও রূপোলি পর্দাতেই জীবন্ত রূপে ধরা দেবেন সতীশ কৌশিক। যেই পর্দার জন্য তার এই সুবিশাল পরিচিতি,সেখানেই তিনি ফিরে আসবেন নানা রূপে। শুধু সিনেমা নয় বরং ওয়েব সিরিজে দেখা যাবে সতীশ কৌশিককে। আপকামিং বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে সতীশের।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য