Pankaj Udhas: ফিরে দেখা প্রয়াত সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের সবচেয়ে জনপ্রিয় ১০টি গান

Published : Feb 26, 2024, 05:08 PM ISTUpdated : Feb 26, 2024, 05:45 PM IST
Pankaj Udhas The Veteran Ghazal Singer Passes Away

সংক্ষিপ্ত

ভারতে কেবল টেলিভিশন চ্যানেলগুলি যখন সবে শুরু হয়েছে, সেই সময় সঙ্গীতের চ্যানেলগুলিতে অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন পঙ্কজ উধাস। তাঁর গাওয়া গজল আজও সমান জনপ্রিয়।

ভারতে মিউজিক ভিডিও যখন সবে জনপ্রিয় হতে শুরু করেছে, তখন চ্যানেল ভি, এমটিভি, ইটিসি-র মতো চ্যানেলগুলিতে নিয়মিত দেখা যেত পঙ্কজ উধাসের গজল। গান শোনার পাশাপাশি তখন থেকে দেখাও শুরু হয়। বর্তমানে অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরই কেরিয়ারের শুরু মিউজিক ভিডিওর মাধ্যমে। প্রয়াত পঙ্কজের গান যখন পর্দায় অভিনয়ের মাধ্যমে ফুটে উঠত, তখন বহু কিশোর-যুবকের হৃদয়েই ঝড় উঠত। 'চিট্ঠি আয়ি হ্যায়,' 'না কজরে কি ধার, না মোতি কি হার,' 'থোড়ি থোড়ি পিয়া করো,' 'চুপকে চুপকে সখিয়ো সে,' 'নিকলো না বেনকাব,' 'চান্দি জ্যায়সা রঙ্গ হ্যায় তেরা,' 'অউর আহিস্তা কিজিয়ে বাতে,' 'এক তরফ উসকা ঘর,' 'আজ জিনকে করিব হোতে হ্যায়,' 'তু পাস হ্যায়' আজও ইউটিউবে অত্যন্ত জনপ্রিয়।

সারা দেশকে কাঁদিয়ে বিদায় নিলেন শিল্পী

প্রয়াত শিল্পী যখন মধ্যগগনে ছিলেন, তখন হিন্দি গানে রিমিক্সের প্রবণতা চালু হয়নি। সেই সময় হিন্দি গানে ইংরাজি শব্দ যোগ করাও শুরু হয়নি। বিশুদ্ধ গজল গাইতেন পঙ্কজ। যন্ত্রের বদলে তিনি উচ্চারণ ও গলার কাজের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে রাখতেন। প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অনেক হিন্দি ছবিতেও নেপথ্য শিল্পী হিসেবে তিনি গান গেয়েছেন। 'নাম,' 'সাজন,' 'মোহরা'-র মতো ছবিতে পঙ্কজের গাওয়া গানগুলি ২০২৪ সালেও অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয় শিল্পী সোমবার সকাল ১১টা নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এই শিল্পীর প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর মেয়ে নায়েব। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘উধাস পরিবারের পক্ষ থেকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পদ্মশ্রী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি, ২০২৪-এ দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন।’

 

 

মঙ্গলবার শিল্পীর শেষকৃত্য

উধাস পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। অনুরাগীরা প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সঙ্গীত জগতে আচমকা নক্ষত্র পতন ! ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন গজল গায়ক পঙ্কজ উধাস

অনুমপ রায় ২ মার্চ আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, জানুন গায়কের তৃতীয় স্ত্রীকে

Subhashree Ganguly: নায়িকা থেকে এবার 'গায়িকা' হলেন শুভশ্রী! গান গেয়ে মাতিয়ে দিলেন দর্শকমহল

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে