Don 3 নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার, জবাব দিলেন সকল সমালোচনার

এক সাক্ষাৎকারে বলেন, ‘রণবীর একজন দুর্দান্ত অভিনেতা। আমার মনে হয়, এই ছবির গল্পের জন্য ও সেরা। তবে, হ্যাঁ, রণবীর নিজে এই চরিত্রে রাজি হওয়ার আগে ভয় পেয়েছিল। এই চরিত্রটা ওর কাছে বিশাল বড় দায়িত্ব।’

সকল সমালোচনার জবাব দিলেন ফারহান আখতার। ডন ৩ নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের সমালোচনা এবার সমাপ্ত হতে চলেছে। ফারহান আখতার সদ্য এক সাক্ষাৎকারে বলেন, ‘রণবীর একজন দুর্দান্ত অভিনেতা। আমার মনে হয়, এই ছবির গল্পের জন্য ও সেরা। তবে, হ্যাঁ, রণবীর নিজে এই চরিত্রে রাজি হওয়ার আগে ভয় পেয়েছিল। এই চরিত্রটা ওর কাছে বিশাল বড় দায়িত্ব। তবে এই প্রথম নয়, যখন জন ২-র অফার নিয়ে আমি শাহরুখের কাছে এসেছিলাম, ওর-ও একই রকম প্রতিক্রিয়া ছিল। সেই সময় শাহরুখ খান-কেও অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করা হয়েছিল। সবাই বলেছিলেন, শাহরুখ কীভাবে অমিতাভ বচ্চনের জায়গায় অভিনয় করতে পারে। তবে ছবি দেখে মত বদলেছিল সকলে।’

বহুদিন ধরে খবরে রয়েছেন ‘ডন ৩’। সকলেই শুনেছেন তৈরি হতে চলেছে ডন ৩। ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট তৈরি করবে ছবিটি। ছবির স্ক্রিপ্ট তৈরির কাজ শেষ। তারকরই শুরু হয় সমস্যা। ছবির প্রধান চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে শুরু হয় সমস্যা। শেষ ‘ডন ২’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। সেই ছবি ব্যাপক সফল হয়েছিল। তাই ‘ডন ৩’ ছবিতে শাহরুখ খানকে দেখার আশা করেছিলেন সকলে। কিন্তু, বাস্তবে ঘটল তা আলাদা।

Latest Videos

কিন্তু, ‘ডন ৩’-র মত ছবি করতে চাইছেন না। এমন ছবি তাঁর ব্যক্তত্বের সঙ্গে খাপ খাচ্ছে না। সে কারণে এই ধরনের ছবি থেকে দূরে থাকতে চাইছেন নায়ক। এদিকে ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে ফের দেখা যাবে শাহরুখকে। এমন আশা ছিল সকলের মনে। কিন্তু, ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই আশা ত্যাগ করতে হল। এদিকে আবার অনেকে মনে করছেন শাহরুখ ছাড়া ‘ডন’ ছবি তৈরি হওয়া কঠিন। কারণ, তিনিই একমাত্রা ডন হিসেবে পারফেক্ট। শাহরুখ ভক্তদের মতে, ডনের চরিত্রে অন্য কেউ বেমানান। আর এরপরই শুরু হয় সমস্যা। ছবিতে ডনের চরিত্রে রণবীর সিং অভিনয় বলে স্থির হয়। এরপরই নানান কথা শুনতে হয়। নানান কটু কথা শুনতে হয় পরিচালককে। তুলনা শুরু হয় শাহরুখ ও রণবীর সিং-র। আর এবার তার জবাব দিলেন ‘ডন ৩’ ছবির পরিচালক ফারহান আখতার। সদ্য এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি। বললেন, কেন রণবীরকে নিয়েছেন। তেমনই তুলনা প্রসঙ্গে জবাব দিলেন ফারহান আখতার।

 

 

আরও পড়ুন

উঠে গেল নিষেধাজ্ঞা, হিন্দি ছবি ‘উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক’ প্রদর্শীত হল মণিপুরে

Suhana Khan: মেয়ের সাক্ষাৎকার পোস্ট করলেন গৌরী খান, ‘বাপ কা বেটি’ তকমা পেলেন সুহানা

Amy Jackson : কালো বিকিনিতে বোল্ড লুকে অ্যামি জ্যাকসন, ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury