'এডুকেটেড ইডিয়ট', দোলের দিনের এক ঘটনা পরিচালক রোহন জৈন এমনই একটি ভিডিও শেয়ার করেছেন

Published : Mar 26, 2024, 02:40 PM IST
Rohan Jain

সংক্ষিপ্ত

জল ভর্তী বেলুন ছোড়া বন্ধ না করলে তিনি মোবাইলে রেকর্ড হওয়া ভিডিও শেয়ার করে দেবেন। 

চিত্র পরিচালক রোহন জৈন হোলির একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বেলুনে জল ভরে বছর ১৪-১৫ এর এক কিশোরী পরিচালকে লক্ষ্য করে ২-৩ বার জল ভর্তী বেলুন ছুঁড়ে মেরেছেন। তিনি অনুরোধ করেছেন যাতে জল না দেওয়া হয় কারণ হাতে ল্যাপটপ ক্যামেরা ও মাবোইলে ভিডিও শ্যুট হচ্ছে। জল ভর্তী বেলুন ছোড়া বন্ধ না করলে তিনি মোবাইলে রেকর্ড হওয়া ভিডিও শেয়ার করে দেবেন।

এই কথা বলার সঙ্গে সঙ্গে পটাপট আরও ৩-৪ টে জল ভর্তী বেলুন গায়ে এসে পড়ে। বাড়ির মেয়েকে শাসন না করে তার আত্মীয়রা উল্টে পরিচালককেই বলেন হোলির দিন তো এমনই হবে। মোবাইলটাতো পকেটে রাখবেন! এমন কথা শুনে হতবাক পরিচালক। কত ধরণের মানুষ রয়েছে যাঁদের মধ্য ঠিক ভুলের বোধটাই তারা হারিয়ে যেতে বসেছে। ভুল করেও দুঃখিত হতে ভুলে গিয়েছে। অন্যায় করেও গায়ের জোড় দেখানোটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

পরিচালক রোহন জৈন এই ভিডিও শেয়ার করে নাম দিয়েছেন 'এডুকেটেড ইডিয়টস' অর্থাৎ শিক্ষিত বোকা। যাঁদের সমস্ত বোধশক্তি থাকা সত্ত্বেও তারা বোকার মতন কাজ করেন। পরিচালকের শেয়াক করা এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েন ও শোসাল মিডিয়ায় সকলের নজর কাড়েন-

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?