বিচ্ছেদের পরেও জনপ্রিয়! অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

Published : Sep 21, 2024, 11:12 PM IST

বিচ্ছেদের পরেও জনপ্রিয়! অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

PREV
18
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের পরিচিত মুখ অভিনেত্রী অদিতি রাও হায়দারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী তারকা সিদ্ধার্থের সাথে। তাদের বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

28
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

তেলেঙ্গানার বনপার্থিতে অবস্থিত ৪০০ বছরের পুরনো একটি মন্দিরে পরিবার এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সরলভাবে নতুন জীবনের সূচনা করলেন তারা। 

38
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের প্রথম ছবি পোস্ট করেছেন নবদম্পতি। অনেক তারকা এবং অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

48
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

“তুমিই আমার সূর্য, তুমিই আমার চাঁদ, তুমিই আমার সকল নক্ষত্র। চিরকালের জন্য আত্মার বন্ধনে, চিরকালের জন্য ভালোবাসায় আলো এবং সঙ্গীত। মিস্টার & মিসেস অদি & সিধু” - বিয়ের ছবি শেয়ার করে এই ক্যাপশন লিখেছেন অদিতি রাও। সঙ্গে সিদ্ধার্থকে ট্যাগ করেছেন। 

58
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

বিয়ের অনুষ্ঠানে সোনালী রঙের কারুকার্য খচিত ক্রিম রঙের শাড়ি পরেছিলেন অদিতি। অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন সাদা রঙের ধাতুব পাঞ্জাবি এবং প্যান্ট।

68
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

 গত মার্চ মাসে এই জুটি তাদের বাগদানের কথা জানিয়েছিলেন।  “He said YES” - ইনস্টাগ্রামে লিখেছিলেন অদিতি। সেই পোস্টে মন্তব্য করে সিদ্ধার্থ লিখেছিলেন, “She said YES”.

78
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

সিদ্ধার্থ এবং অদিতি দুজনেই বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা ঝুঁকিয়েছেন। অদিতি ২০০২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা সত্যদীপ মিশ্রের সাথে। ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৩ সালে তারা বিবাহ বিচ্ছেদ করেন। 

88
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের বিবাহের ছবি ফের ভাইরাল নেট দুনিয়ায়

অন্যদিকে, সিদ্ধার্থ ২০০৩ সালে মেঘনা নামের এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০৬ সালের দিকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে ২০০৭ সালে তারা আইনত বিবাহ বিচ্ছেদ করেন।  এবার সিদ্ধার্থ এবং অদিতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories