ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে! অভিনেত্রীর ছবি দেখে কাঁপল নেটপাড়া

Published : Sep 21, 2024, 11:08 PM IST

ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে! অভিনেত্রীর ছবি দেখে কাঁপল নেটপাড়া 

PREV
16
ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে!

পুনম পান্ডে (Poonam Pandey) নামটি শুনলেই মনে পড়ে যায় তার মোহময়ী ছবিগুলি। সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজের হট ছবি, ভিডিওর মাধ্যমেই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। নিজের সৌন্দর্য প্রদর্শন এবং বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে পুনম পান্ডে সবসময়ই এগিয়ে। 
 

26
ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে!

কয়েক মাস আগে কোলন ক্যান্সারে (Colon Cancer) আক্রান্ত হয়ে পুনম মারা গেছেন— এই গুজবটি অভিনেত্রী এতটাই ছড়িয়ে দিয়েছিলেন যে, দেশের নামী গণমাধ্যম থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তের মানুষ শ্রদ্ধা জানিয়েছিলেন। কিন্তু নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে গোটা দেশকে বিশ্বাস করিয়ে দেওয়া এই অভিনেত্রী দু’দিন পর জানান, এটা আসলে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছিল। 
 

36
ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে!

এবার আবারও পুনম পান্ডে তাঁর মোহময়ী ছবি (hot photoshoot) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তরুণদের ঘুম কেড়ে নিয়েছেন। নীল রঙের জিন্স পরা পুনম পান্ডে, তার সঙ্গে টিউব টপের মতো রঙিন ব্রা পরে ক্লিভেজ দেখিয়ে পোজ দিয়েছেন। পুনম পান্ডের মোহময়ী লুক দেখে নেটিজেনরা ‘ফায়ার’ বলে মন্তব্য করেছেন। 
 

46
ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে!

পুনম পান্ডে তাঁর ইনস্টাগ্রাম পেজে (Instagram page) এই ছবিগুলি পোস্ট করে ‘তুমহারি চামড়ি কা ম্যায় লাভ কিয়া হ্যায়’ ক্যাপশন দিয়েছেন। এই ছবিতে লাখ লাখ লাইক এবং মন্তব্য এসেছে। তরুণরা মন্তব্য করে অভিনেত্রীর সৌন্দর্য, মোহময়ী চেহারার প্রশংসা করেছেন। 
 

56
ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে!

পুনম পান্ডেকে ‘হটেস্ট বিউটি’, ‘সেক্সি’, ‘গর্জিয়াস’, ‘সকল ছেলের স্বপ্নের রমণী’, ‘খুবই হট লাগছে’, ‘বেবি ডল’ বলে মন্তব্য করেছেন। নিজের এই রূপের সঙ্গে মানানসই অভিনেত্রী খোলা চুলে খুবই সাহসী এবং সুন্দর লাগছেন। 
 

66
ফের ভাইরাল লাস্যময়ী পুনম পান্ডে!

পুনম পান্ডে একজন মডেল এবং ইরোটিক ছবির অভিনেত্রী। তবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন সোশ্যাল মিডিয়ায় নিজের অর্ধনগ্ন ছবি শেয়ার করার মাধ্যমে। ‘নশা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী পরে ‘লাভ ইজ পয়জন’, ‘আদালত’, ‘মালিনী অ্যান্ড কো’, ‘লাভ ইন আ ট্যাক্সি’ (love in a taxi) ইত্যাদি ছবিতে অভিনয় করে তরুণদের হৃদয় জয় করে নিয়েছিলেন। 
 

click me!

Recommended Stories