গালে দগদগ করছে চোটের দাগ, শুটিং সেটেই গুরুতর আহত দিব্যা খোসলা, এখন কেমন আছেন অভিনেত্রী

Published : Mar 16, 2023, 12:01 PM IST
divya khosla kumar injured while shooting for her upcoming project share photos got trolled KPJ

সংক্ষিপ্ত

শুটিং সেটেই সাংঘাতিক চোট পেয়েছেন দিব্যা খোসলা কুমার। মুখে সাংঘাতিক চোট পেয়েছেন দিব্যা। স্পষ্ট ফুটে উঠেছে লাল লাল ছোপ। এটা কোনও মেক আপ নয়, লালচে গালে স্পষ্ট চোটের দাগ। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন দিব্যা খোসলা কুমার।

শুটিং সেটেই গুরুতর আহত হলেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার। বিদেশে পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা কুমার। এবার শুটিং করতে করতেই ঘটে গেল বড়সড় অঘটন। শুটিং সেটেই সাংঘাতিক চোট পেয়েছেন দিব্যা খোসলা কুমার। মুখে সাংঘাতিক চোট পেয়েছেন দিব্যা। স্পষ্ট ফুটে উঠেছে লাল লাল ছোপ। এটা কোনও মেক আপ নয়, লালচে গালে স্পষ্ট চোটের দাগ। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন দিব্যা খোসলা কুমার।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্টের কথা জানালেন দিব্যা খোসলা কুমার। বর্তমানে তার মুখের হাল কী হয়েছে তা নিজেই দেখিয়েছেন দিব্যা, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন ভক্তরা। সূত্রের খবর, এখন 'ইয়ারিয়া ২' ছবির শ্যুটিং করছেন দিব্যা খোসলা কুমার। সেই ছবির সেটেই আহত হন দিব্যা। চোট পাওয়ার ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করতেই তা দেখেই উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।

 

 

দিব্যা নিজের চোটের পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন-একটি অ্য়াকশন দৃশ্যের শ্যুট চলাকালীন গুরুতর ভাবে আহত হয়েছি। তবে এখনই থামলে চলবে না। শো মাস্ট গো অন। আপনাদের আশীর্বাদ ভীষণ ভাবে কাম্য। বর্তমানে ছবির শুটিংয়ে লন্ডনে রয়েছেন দিব্যা। তবে দিব্যার চোট লাগা মুখের ছবি দেখে অনেকেই কষ্ট প্রকাশ করেছেন, কেউ কেউ আবার আঁতকে উঠেছেন। কারণ তার মুখের ক্ষত এখনও দগদগে। শুটিং করতে করতে কীভাবে আহত হন দিব্যা কুমার, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে অনুসারে জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যে সিনেমার শট দেওয়ার সময় লোহার গ্রিলে ধাক্কা খান দিব্যা। যার কারণে চিকবোনে ব্যথা পেয়েছেন দিব্যা। চোট পাওয়ার পর শুটিং বন্ধ হলেও অভিনেত্রী সুস্থ হয়ে কাজ শেষ করেই ফিরতে চান। তবে অভিনেত্রীকে বারবার বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। তবে তিনি শুনতে নারাজ। দিব্যা শুটিং শেষ করেই ফিরতে চান। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া, তার হাজার হাজার অনুরাগীরা সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

 

টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারকে বিয়ে করে রাতারাতি ফিল্ম ইন্ডাস্ট্রির নজরে চলে আসেন দিব্যা খোসলা কুমার। বিয়ের পর অভিনয় থেকেই ধীরে ধীরে প্রযোজনায় পা রাখেন। মুম্বইয়ের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিনেম্যাটোগ্রাফি কোর্স করার পর থেকে টি-সিরিজের মিউজিক ভিডিও পরিচালনা করতে থাকেন তিনি। তারপর প্রায় ২০ টি মিউজিক ভিডিও পরিচালনার পরে ছবি পরিচালনায় হাত দেন। দিব্যা খোসলা কুমার তারই পরিচালিত ছবি ‘ইয়ারিয়া’র সিক্যুয়েলে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এই ছবিতে দিব্যার বিপরীতে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে দেখা যাবে। এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ হতে চলেছেন টলি সুপারস্টারের। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১২ মে।

 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে