সতীশের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই চলে গেলেন 'সার্কাস' খ্যাত অভিনেতা সমীর খাখর, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

Published : Mar 15, 2023, 03:30 PM IST
Sameer Khakhar Dies

সংক্ষিপ্ত

সতীশ কৌশিকের মৃত্যুর একসপ্তাহের মধ্যেই চলে গেলেন টেলিভিশনের প্রবীণ অভিনেতা সমীর খাখর। আজ না ফেরার দেশে চলে গেলেন সার্কাস খ্যাত অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর।  অভিনেতা সমীরের মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি।

ফের নক্ষত্রপতন। সতীশ কৌশিকের মৃত্যুর একসপ্তাহের মধ্যেই চলে গেলেন টেলিভিশনের প্রবীণ অভিনেতা সমীর খাখর। দুরদর্শনের জনপ্রিয় সিরিয়াল নুক্কাড়-এর খোপড়ির চরিত্রে অভিনয় করে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সমীর খাখর। আজ না ফেরার দেশে চলে গেলেন সার্কাস খ্যাত অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর। এখনও পর্যন্ত সতীশের মৃত্যুশোক ভুলতে পারেননি কেউ, তার মধ্যে অভিনেতা সমীরের মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি।

শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবারব দুপুরেই আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই সমীরকে মুম্বইয়ের বোরিভালির এম এম হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী সমীর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই গণেশ খাখর। খোপড়ির মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে।সমীরের খুড়তুতো ভাই গণেশ প্রথম সারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, এবং সেই সময়েই আচমকা অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হয় বাড়িতে। তিনি প্রাথমিক চিকিৎসা করে দাদাকে ভর্তি করার পরামর্শ দেন। সমীরের হার্ট কাজ করছিল না। এবং প্রস্রাবেও সমস্যা হচ্ছিল। তারপর অভিনেতাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। আজ ভোর ৪ টের সময় মুম্বইয়ের বোরিভালির এম এম হাসপাতালে মারা যান সমীর খাখর। 

বলিউডের ভাইজান সালমান খানের জয় হো ছবিতে দেখা গিয়েছিল সমীরকে। সূত্র থেকে জানা গেছে, একাধিক অঙ্গের ব্যর্থতার কারণে মারা গেছেন অভিনেতা সমীর। সংবাদ সংস্থা পিটিআই টুইটে শোকজ্ঞাপন করে জানিয়েছেন, ‘প্রবীণ অভিনেতা সমীর খাখর, নুক্কাদ এবং সার্কাসের মতো টিভি শোতে তাঁর অভিনয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, মাল্টি অর্গ্যান ফেলিওয়ের কারণে ৭১ বছর বয়সে মারা গেছেন, তার ছোট ভাই গণেশ খাখর মৃত্যুর খবর জানিয়েছেন। দীর্ঘ বছর ধরে টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সমীর । তাকে নুক্কাড়, মনোরঞ্জন, সার্কাস, নয়া নুক্কাড়, শ্রীমান শ্রীমতি এবং আদালতের মতো শো-তে দেখা গিয়েছে। তার অভিনয়ের জন্য সকলের কাছে তিনি খোপড়ি বলেই পরিচিত ছিলেন। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল সঞ্জীবনীতে। অভিনয়ের পাশাপাশি থিয়েটারও করতেন সমীর। বিশেষত, গুজরাটি থিয়েটারেও তিনি পরিচিত নাম ছিলেন। ২০২১ সালের একটি সাক্ষাৎকারে সমীর বলেছিলেন, যে আগামী দিনে তিনি আরও ভাল চরিত্রের সন্ধানে রয়েছেন। এবং ক্যামেরার সামনে আসতে আগ্রহ প্রকাশ করেছিলেন সমীর। তবে সেই ইচ্ছে আর পূরণ হল না খোপড়ির। আরও জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজই বোরিভালির বাভাই নাকা শ্মশানে সমীরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?