কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের জন্য সূর্যগড় প্যালেসকে কনের মতো সাজানো হয়েছে। বিয়েতে যোগ দিতে জয়সলমীরে পৌঁছে গেছেন অতিথিরা। জানা গিয়েছে, করণ জোহর, মীরা রাজপুত, শাহিদ কাপুর, সঞ্চিতা ত্রিবেদী, অশ্বিনী ইয়ার্দি, শাবিনা খান, আরতি শেঠি, মনীশ মালহোত্রা সহ সেলিব্রিটিরা প্রাক-বিবাহের অনুষ্ঠান উপভোগ করছেন।