অভিষেক না ঐশ্বর্য, আয়ের নিরিখে কে এগিয়ে, পারিশ্রমিকের অঙ্ক জানলে চমকে যাবেন

Published : Nov 08, 2022, 01:03 PM IST

অভিনয়ই শুধু নয়, তাবড় তাবড় অভিনেতাদের থেকেও অনেক বেশি পারিশ্রমিক ঐশ্বর্যর। এমনকী একই ছবিতে অভিনয় করেও অভিষেকের থেকে পারিশ্রমিক অনেক বেশি পেয়েছেন ঐশ্বর্য। আজও কী এই আক্ষেপ তাড়িয়ে বেড়ায় জুনিয়র বচ্চনকে। 

PREV
18

 

১৯৯৭ সালে প্রথম দেখা হয় দুজনের। বলি অভিনেতা ববি দেওলই তাকে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে।  ২০০০ সালে  'ঢাই অকসর প্রেম কি' ছবিতে তাদের প্রথম বন্ধুত্ব শুরু হয়। তারপরই 'কিউ হো গ্যায়া না' ছবির সময় থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

28

তারপরই 'গুরু' সিনেমাতেই তাদের প্রেম যেন আরও জমে ওঠে। এবং ছবি সুপারহিট হবার পরই ২০০৭ সালে বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। বর্তমানে তাদের ৯ বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। যার নাম আরাধ্যা।

38

বলিউডে অভিনেত্রীদের তুলনায় অভিনেতা অনেক বেশি পারিশ্রমিক পান। তা নিয়ে অনেকেই সোচ্চার হয়েছেন। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চন তা থেকে অনেকটাই আলাদা।
 

48


ঐশ্বর্যকে নিয়ে সর্বদাই সরগরম বলিউড। অভিনয়ের দিক থেকেও অনেকটাই যেন বেশি এগিয়ে ঐশ্বর্য রাই বচ্চন। যদিও অভিনয়ই শুধু নয়, তাবড় তাবড় অভিনেতাদের থেকেও অনেক বেশি পারিশ্রমিক পান ঐশ্বর্য রাই বচ্চন। জানেন কি, একই ছবিতে অভিনয় করেও অভিষেকের থেকে পারিশ্রমিক অনেক বেশি পেয়েছেন ঐশ্বর্য। আজও কী এই আক্ষেপ তাড়িয়ে বেড়ায় জুনিয়র বচ্চনকে।
 

58


সালটা ২০১৮। একটি অনুষ্ঠানে সুজিত সরকারকে অভিষেক জানিয়েছিলেন তিনি এবং ঐশ্বর্য একসঙ্গে ৯ টি ছবিতে কাজ করেছন। এবং যার মধ্যে ৮ টি ছবিতেই অভিষেকের তুলনায় ঐশ্বর্যের  পারিশ্রমিক ছিল অনেকটাই বেশি।

68


এমনকী পিকু ছবির প্রসঙ্গ টেনে অভিষেক বলেছিলেন। পিকুতে অমিতাভ বচ্চন এবং ইরফান খানের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সুতরাং যে কোনও ছবির ব্যবসায় যে বেশি বিক্রয়যোগ্য, তার মূল্য তত বেশি।

78

অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।   বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  ঐশ্বর্য রাই বচ্চনের। ফের সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। তবে এমন বির্তকের মুখে পড়েছিলেন যা তার পিছু ছাড়ছিল না।  কোনও না কোনও কারণে বারংবার শিরোনামে উঠে আসছিল ঐশ্বর্যর নাম। 

88

বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি  অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। আজ থেকে ঠিক ১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিয়ের এত বছর পার হয়ে গেলেও  তাদের সম্পর্ক যেন অটুট। তবে অভিনয়ের দিক থেকে অনেকটাই যেন বেশি এগিয়ে ঐশ্বর্য রাই বচ্চন। যদিও অভিনয়ই শুধু নয়, তাবড় তাবড় অভিনেতাদের থেকেও অনেক বেশি পারিশ্রমিক ঐশ্বর্যর।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories