নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমার পুরোনো বন্ধু রাজ নীধিমারু বলে, দিন যেমনই হোক না কেন, যতই খারাপ সময় যাক না কেন, ওর একমাত্র লক্ষ্য হল স্নান করো, তৈরি হও, সামনে আসো। ওর এই মন্ত্রটা আমি একদিনের জন্য ধার করলাম। যশোধা ছবির প্রচারে ১১ তারিখ দেখা হচ্ছে।