Bollywood News: সুপার ডুপারহিট সিনেমায় কাজ করার অফার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা, কারণ জানলে চমকে যাবেন

Published : May 22, 2025, 05:24 PM IST

Deepika Padukone: সময়ের অভাব হোক কিংবা অন্য কোনও অজানা কারণ। একাধিক সুপারহিট সিনেমার অফার ফিরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোণ। জানুন আসল কারণ…

PREV
17
কার সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা?

রিপোর্ট অনুযায়ী, দীপিকা পাড়ুকোনকে পরিচালক সন্দীপ রেড্ডীর সিনেমা স্পিরিট থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগেও দীপিকা কিছু সিনেমা থেকে বাদ পড়েছিলেন বলে খবর জানা গিয়েছে। 

27
সিনেমা নিয়ে সমস্যায় দীপিকা

দীপিকা পাড়ুকোনকে সিনেমা সাওয়ারিয়ার জন্য কাস্ট করা হয়েছিল। সঞ্জয় লীলা বানশালী তার সঙ্গেও কথাও বলেছিলেন, কিন্তু তিনি ইতিমধ্যেই ফারাহ খানের সিনেমা সাইন করেছিলেন, তাই এই সিনেমা তার হাতছাড়া হয়ে যায়। সিনেমাটি মহাবিপর্যয় ছিল।

37
তারিখ না মেলায় ছবির প্রস্তাবে 'না' দীপিকার

যশ চোপড়ার সিনেমা জব তক হ্যায় জানে ক্যাটরিনা কাইফের ভূমিকাটি প্রথমে দীপিকা পাড়ুকোনকে অফার করা হয়েছিল। কিন্তু তারিখ না মেলার কারণে তিনি সিনেমা থেকে বাদ পড়েন। এই সিনেমাটি সুপারহিট হয়েছিল। 

47
ইমতিয়াজ আলীর ছবি থেকেও বাদ যান দীপিকা

ইমতিয়াজ আলীর সুপারহিট সিনেমা রকস্টারে রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করা হয়েছিল। কিন্তু কোনও অজানা কারণে তিনি বাদ পড়েন এবং তার জায়গায় নার্গিস ফাখরিকে কাস্ট করা হয়।

57
দীপিকার বদলে অভিনয়ে সোনম কাপুর

সুরজ বরজাতিয়ার সিনেমা প্রেম রতন ধন পায়োর জন্য দীপিকা পাড়ুকোন প্রথম পছন্দ ছিলেন। কিন্তু সিনেমার জন্য তার কাছে সময় ছিল না। সিনেমাটি সোনম কাপুরের ঝুলিতে চলে যায়। এই সিনেমাটিও সুপারহিট ছিল।

67
সুলতান থেকে বাদ দীপিকা

আলি আব্বাস জাফরের সুপারহিট সিনেমা সুলতানে প্রথমে অনুষ্কা শর্মার জায়গায় দীপিকা পাড়ুকোনকে নেওয়া হয়েছিল কিন্তু কোনও কারণে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

77
ফেরান গাঙ্গুবাইয়ের অফার

সঞ্জয় লীলা বানশালীর সুপারহিট সিনেমাগাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি প্রথমে দীপিকা পাড়ুকোনকে অফার করা হয়েছিল। যাইহোক, যখন নির্মাতাদের সঙ্গে  কথা হয়নি তখন তার জায়গায় আলিয়া ভাটকে নেওয়া হয়।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Photos on
click me!

Recommended Stories