Advance Booking: মাত্র ১৪৫০ শো পেল ‘ডানকি’, মার্কিন মুলুকে তেমন আয় হল না ছবির

মিডিয়া রিপোর্ট বলছে, মার্কিন মুলুকে ডানকি টিকিট বিক্রি হচ্ছে না সেভাবে। এর তুলনায় পাঠান ও জওয়ার টিকিট বিক্রি হয়েছিল ভালো।

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই বক্স অফিসে মুক্তি পাবে ডানকি। রাজ কুমার হিরানির পরিচালনায় বক্স অফিসে আসছেন শাহরুখ খান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রি বুকিং। তবে, মিডিয়া রিপোর্ট বলছে, মার্কিন মুলুকে ডানকি টিকিট বিক্রি হচ্ছে না সেভাবে। এর তুলনায় পাঠান ও জওয়ার টিকিট বিক্রি হয়েছিল ভালো।

জানা গিয়েছে, আমেরিকার বাজারে ৫০০ লোকেশনে ১৪৫০ শো পেয়েছে ডানকি। বিক্রি হয়েছে মাত্রা ২৪ হাজারের মতো টিকিট। যা সে অর্থে চমকপ্রদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest Videos

চলতি বছরে পর পর দুটো অ্যাকশন ছবি মুক্তি পেয়েছে। এবার আসছে বাদশার তৃতীয় ছবি। তবে, ডানকি আলাদা ঘরানার ছবি বলে অনুমান সকলেরই। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথম বক্স অফিসে পা দেবেন বাদশা। পিকে, মুন্নাভাই এমবিবিএস, ৩ ইডিয়স, সঞ্জুর মতো হিট ছবি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। বলিউডের সঙ্গে বহু বছরের সম্পর্ক হলেও শাহরুখের সঙ্গে কোনও কাজ করেননি। এই প্রথম ডানকি ছবিতে জুটি বাঁধবেন বাদশা ও রাজকুমার হিরানি।

ডানকি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। ভারতে ব্যাপক মাত্রায় বিক্রি হচ্ছে টিকি। অগ্রিম বুকিং থেকেই ১.২৪ কোটি আয় করেছে ছবিটি। তবে, তুলনামূলক বিদেশে বিক্রি কম হচ্ছে বলে খবর। ৩ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার আয় করেছে ছবিটি। শাহরুখ খানের জওয়ান ২২০০ শো আর পাঠানের সংগ্রহে ছিল ১৯০০ শো। তবে, ডানকি পেল ১৪৫০ শো।

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির গান। অরিজিৎ সিং-র গাওয়া গান ভাইরাল হয়েছে। মনু-সুখী-বুগ্গু-বল্লির কাহিনি নিয়ে আসছে ছবিটি। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন হার্ডি। ট্রেলারে ১৯৫৫ সাল থেকে শুরু হবে বর্তমান সময়ের গল্প বলতে দেখা গিয়েছে শাহরুখকে।

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন