Dunki: বন্ধুত্ব, ভালোবাসা, একতার কাহিনি নিয়ে আসছে ডানকি, ছবির টিজারে বিশেষ চমক বাদশার

চলতি বছরে শাহরুখের তৃতীয় এই ছবির টিজার যে এতটা চমকপ্রদ হবে তা হয়তো কেউই আশা করতে পারেনি।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। আগেই শোনা গিয়েছিল, বাদশার জন্মদিনে মুক্তি পাবে ডানকি ছবির টিজার। বিশেষ চমক দেবেন রাজকুমার হিরানি ও বাদশা। তবে, চলতি বছরে শাহরুখের তৃতীয় এই ছবির টিজার যে এতটা চমকপ্রদ হবে তা হয়তো কেউই আশা করতে পারেনি।

সদ্য প্রকাশ্যে এল ডানকি ছবির টিজার। ১ মিনিট ৪৭ সেকেন্ডে টিজার জুড়ে শুধুই চমক। টিজার বলছে, এবার আর অ্যাকশন নয় বরং কমেডি ছবিতে দেখা দেবেন বাদশা। ছবিতে শাহরুখের নাম হার্ডি। পঞ্জাবের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে দেখা যাবে, হার্ডি লন্ডন যাওয়ার জন্য মরিয়া। সঙ্গী তারসী ও ভিকি।

Latest Videos

 

টিজারের শুরুতে রুক্ষ একটি জায়গা দেখা যাচ্ছে। সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন কালো পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি। তাদের দেখে দূর থেকে গুলি করল এক বন্ধুকধারী। তারপর দেখা যাবে, এক ব্যক্তিকে দেখা যাবে যেপ্রতিজ্ঞা করবে, সে লন্ডন যাওয়ার কথা ভাবলে তাঁর ঠাকুমা মারা যাবে। তারপরই শাহরুখের এন্ট্রি। নাচ, লন্ডন যাওয়ার প্রস্তুতি, ইমোশন থেকে শুরু করে রয়েছে অনেক কিছু। স্বল্প সময়ের এই টিজার বলছে ছবি জুড়ে কমেডি, ড্রামা, ইমোশন, বন্ধুত্ব -এই সবই থাকতে চলেছে। ছবিতে শাহরুখ খান ছাড়াও আছেন সঙ্গী তাপসী পান্ন ও ভিকি কৌশল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বোমান ইরানি। এবার হাস্যরসে মোড়া এক কঠিন বিষয় দর্শকদের সামনে আনতে চলেছেন রাজকুমার হিরানি।

আজ বাদশার জন্মদিনে প্রকাশ্যে এল ছবির ড্রপ ওয়ান টিজার। এই ছবির টিজার প্রসঙ্গে বাদশা লেখেন, কয়েকজন সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প। বন্ধুত্ব, ভালোবাসা, একতার মোড়কে এক এক সম্পর্ক, যার নাম বাড়ি। আর এই টিজার মুক্তি পেতেই তা ভাইরাল হল নেট দুনিয়ায়। প্রশংসা মিলল সকল ভক্তের।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

৫৮-এ পা দিলেন বাদশা, মধ্য রাত থেকে চলছে উৎসব, মন্নতের সামনে দেখা মিলল শয় শয় ভক্তের

শিল্পা থেকে মীরা রাজপুত- করওয়া চৌথের অনুষ্ঠানে চাঁদের হাট অনিল কাপুরের বাড়িতে

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury