কন্যাসন্তানের তুলনায় পুত্রসন্তানের চাহিদা বেশি! আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার

Published : Nov 16, 2025, 04:12 PM IST
kangana ranaut ramp walk

সংক্ষিপ্ত

আবারও বিতর্কিত মন্তব্য করলেন বলিউড স্টার ও সাংসদ কঙ্গনা রানাউত। তিনি বলেন এখনও কন্যা সন্তান কেউ চায় না। শিক্ষিত ও প্রগতিশীল পরিবারও কন্যা সন্তান নিয়ে অসন্তুষ্ট 

আবারও বিতর্কিত মন্তব্য করলেন বলিউড স্টার ও সাংসদ কঙ্গনা রানাউত। তিনি বলেন এখনও কন্যা সন্তান কেউ চায় না। শিক্ষিত ও প্রগতিশীল পরিবারও কন্যা সন্তান নিয়ে অসন্তুষ্ট। নিজের ক্ষেত্র বলিউডকেও টেনে আনেন কঙ্গনা। তিনি বলেন, বলিউডের স্টার পরিবারও চায় না কন্যা সন্তান। পুত্রসন্তানকেই অন্যান্য দম্পতিদের মত আপন করে নেন বলিউড স্টাররা। মান্ডির সাংসদের এই মন্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।

কঙ্গনার মতে ভারতের প্রভাবশালী ও বলিউডের পরিবারগুলি আজও কন্যা সন্তানকে পরিবারের বোঝা বলে মনে করে। পুত্রসন্তানই চায় সকলে। তিনি বলেন, 'এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনার কথা বলে দেখতে পারেন, বিশেষ করে দ্বিতীয়বার কন্যাসন্তান হলে বিষয়টি আরও বোঝা যায়। হতেই পারে কোনও পরিবার উচ্চশিক্ষিত। তারা দেখাতে চান তাদের চোখে পুত্র বা কন্যা দুই সমান। কিন্তু আমি বলছে কন্যা হওয়ার পরই সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী ও বড় পরিবারেও একই ছবি দেখা যায়।' তিনি আরও বলেন, প্রথমবার কন্য়াসন্তান হলে তাও মানিয়ে নেয় সকলে। কিন্তু দ্বিতীয়বার কন্যাসন্তান হলেই কপালে ভাঁজ পড়ে। বড় পরিবারেই এই প্রবণতা বেশি দেখা যায়।

কঙ্গনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর অনুরাগী আর অনুগামী অনেকেই এই ভিডিও শেয়ার করেছে। প্রতিক্রিয়া দেখিয়েছে। এক অনুগামী কঙ্গনার কথার রাশ টেনে বলেন, যারা বেশি ধনী হয় তাদের মধ্যে গোঁড়া মানসিকতা বেশি দেখা যায়। তবে কঙ্গনার এই মন্তব্যে এখনও পর্যন্ত বলিউড কোনও প্রতিক্রিয়া দেয়নি। যদিও এর আগে একাধিক বিষয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা রনাউত। তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছেন. রাজনীতিতে তেমন অর্থ নেই বলেও মনে করেন তিনি। পাশাপাশি রাজনীতি থেকে তাঁর বিশেষ কিছু পাওয়ার নেই বলেও জানিয়েছেন । 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও