অর্ধনগ্ন হয়ে 'ইসলাম'কে অপমান করছে উরফি, মুম্বই ছাড়ার ফতেয়া জারি ফ্যাশনিস্তার বিরুদ্ধে

Published : Mar 11, 2023, 05:13 PM IST

ফের নেটদুনিয়ার চর্চায় চলে এলেন উরফি জাভেদ। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ফাইজান আনসারির থেকে আইনি নোটিশ পেলেন ফ্যাশনিস্তা,এমনকী মুম্বই ছাড়া করানোর হুমকী পেলেন উরফি।

PREV
18

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। 
 

28

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। 
 

38

নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে  পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। 

48

সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ফাইজান আনসারির থেকে আইনি নোটিশ পেলেন ফ্যাশনিস্তা,এমনকী মুম্বই ছাড়া করানোর হুমকী পেলেন উরফি।

58

ফাইজান জানিয়েছেন, উরফি জাভেদ যদি মুম্বইয়ে থাকতে চান, তাহলে তাকে তার সীমা ও শর্ত পরিবর্তন করতে হবে। অন্যথায় তাকে থাকতে দেওয়া হবে না।
 

68

অভিযোগে ফাইজান জানিয়েছেন, উরফি যে ধরনের পোশাক পরে রাস্তায় বেরোয় তাতে পরিবেশ নষ্ট হচ্ছে। এবং ফাইজান জানিয়েছেন যে তিনি মৌলানাদের কাছে উরফিপ নামে অভিযোগ করেছেন, শীঘ্রই তার বিরুদ্ধ ফতোয়া জারি করা হবে।

78

ফাইজানের মতে, উরফি জাভেদ ইসলামকে অপমান করেছেন। ইতিমধ্যেই বিষয়টি আদালতে পৌঁছেছে। ফাইজান সংবাদমাধ্যমেও জানিয়েছেন, উরফির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। অনেক মসজিদ ও কবরস্থানেও চিঠি দিয়েছি। এমনকী দিল্লি ও মুম্বইতে চিঠি দিয়েছি।
 

88

এবার উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফাইজান। উরফিকে নোংরা মেয়ে বলেও মন্তব্য করেছেন। এমনকী তাকে সতর্ক করে এও বলে দিয়েছেন জীবনধারা পরিবর্তন না করলে তিনি তাকে মুম্বইতে থাকতে দেবেন না।

click me!

Recommended Stories