হৃত্বিকের প্রেমিকা বলেই কি তাকে নিয়ে এত চর্চা, আচমকা কেন 'পিতৃতন্ত্র'কে দুষলেন সাবা আজাদ?

Published : Mar 10, 2023, 10:42 AM IST

 সাবার গভীর প্রেমে মজে রয়েছেন হৃত্বিক রোশন। হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের জন্য লাইমলাইটে উঠে এসেছেন হৃত্বিক রোশন। তবে ব্যক্তিগত জীবনে উঁকি মারাটা একদমই না পসন্দ সাবার। পিতৃতন্ত্রের কুপ্রভাব বলেই মনে করেন হৃত্বিকের প্রেমিকা।

PREV
18

হৃত্বিক ও সাবা আজাদকে নিয়ে প্রতিনিয়তই নাকি চর্চা চলছে। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের জন্য লাইমলাইটে উঠে এসেছেন  হৃত্বিক রোশন। 

28

তবে হৃত্বিক রোশনের প্রেমিকা ছাড়াও গায়িকা-অভিনেত্রী সাবা আজাদকে নিয়ে চর্চা দিনভর চলেই আসছে। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা বা জল্পনা কোনওটাই পছন্দ নয় সাবার। এবার তা ভালমতো বুঝিয়ে দিলেন সাবা। তার মতে, এটা পিতৃতন্ত্রের কুপ্রভাব।
 

38

দিনকয়েক আগে ছিল আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে সাবা জানান, তার কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হলে তিনি বিরক্ত হন।

48

সাবা আরও বলেন, দীর্ঘদিন ধরে নারীর জীবনে পুরুষের অবস্থান দিয়েই নারীকে চিহ্নিত করা হয়েছে। এটা বিশ্বজনীন প্রবণতা। কিন্তু আমার মনে হয়, এই ধারণা বদলেছে। নারীরা এখন সব জায়গাতেই পুরুষের মতো কাজ করছে।
 

58

সাবা কথায়, আমরা এখনও সমান বেতন, মহিলাদের সুরক্ষা ইত্যাদির জন্য লড়ছি। পণপ্রথা, নারীপাচারের মতো নৃশংসাও আছে । তবে এখনও পর্যন্ত পৃথিবীতে নারী ও পুরুষের সাম্য আসেনি। এটা যেদিন সকলের জন্য সমান হবে সেদিন আন্তর্জাতিক নারী দিবস পালনের দরকার পড়বে না।

68


সূত্রের খবর, হৃত্বিক রোশন সাবার সঙ্গে ২০২৩ সালের নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন সাবা ও হৃত্বিক রোশন। তবে প্রথমদিকে সবকিছু গোপন থাকলেও এখন সবটাই খুল্লামখুল্লা।

78

 বয়সে ছোট সাবার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। ইতিমধ্যেই হৃত্বিকের পরিবারও মেনে নিয়েছেন সাবাকে। প্রথম থেকেই খুল্লামখুল্লা প্রেমে মজেছিলেন হৃত্বিক ও সাবা। বর্তমানে লিভ-ইনেও থাকছেন বলিউডের গ্রিক গড। 
 

88

এই মুহূর্তে সাবা ব্যস্ত রয়েছেন তার গানের ব্যান্ড নিয়ে। গানের শো করতে দূর দেশে যেতে মন চায় না সাবার। অন্যদিকে হৃত্বিক ব্যস্ত তার নতুন ছবি ও প্রযোজনার কাজ নিয়ে। দিনকয়েক আগে বিমানবন্দরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছিলেন হৃত্বিক ও সাবা।  সাবার ঠোঁটে ঠোঁট লাগিয়ে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন হৃত্বিক রোশন। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories