রণবীর কাপুর বলেন, মেয়ে রাহা বড় হয়ে যেন আলিয়ার মতো না হয়, এটা একেবারেই চান না তিনি। রণবীর বলেন, আমি আলিয়াকে বলেছি, আমি চাই মেয়ে বড় হয়ে ওর মতো দেখতে হোক, যাকে রাহাকে আরও বেশি সুন্দর লাগে তবে রাহার ব্যক্তিত্ব যেন আমার মতো হয়। রণবীরের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রণবীরের যুক্তি,আলিয়া খুব চঞ্চল এবং প্রচুর কথা বলে। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে পড়ে যাবে। আমার পক্ষে দুজনকে সামলানো খুব কঠিন হয়ে যাবে।