পরিণীতি চোপড়া থেকে সলমন খান- অভিনয় ছাড়াও এই সকল তারকার গানের দক্ষতা মন কেড়েছে দর্শকদের
সদ্য এক রিয়েলিটি শো-তে হৃতিকের কন্ঠ স্যানোরিটা গান ভাইরাল হয়েছে। তবে, তিনি একা নন। আজ রইল একাধিক তারকার কথা। পরিণীতি চোপড়া থেকে টাইগার শ্রফ- অভিনয় ছাড়াও এই সকল তারকার গানের দক্ষতা মন কেড়েছে সকলের।
মুন্নাভাই এমবিবিএস ছবিতে সঞ্জয় দত্তের অভিনয়ের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ছবির সাফল্য কৃতিত্ব পুরোটাই ছিল সঞ্জয় দত্তের কাঁধে। ছবিতে এম বোলে তো- গানটি গেয়েছিলেন সঞ্জয় দত্ত।
শাহরুখ খান
জানেন কি অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বাদশা। তিনি জোশ এবং ডন ছবিতে গান গেয়েছিলেন। যা সে সময় ব্যাপক হিট করেছিল।
সলমন খান
ম্যায় হু হিরো তেরা গানটি গেয়ে নজর কাড়েন সলমন খান। তাঁর কন্ঠে এই গান বেশ হিট করেছিল।
আমির খান
অভিনেতা ও পরিচালক হিসেবে বহুদিন আগে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। জানেন কি, গায়ক হিসেবেও নজর কেড়েছেন আমির। আতি কা খান্ডালা- গানে কন্ঠ দিয়েছিলেন আমির খান।
অভিনয় দক্ষতা বলে সব সময় তো নজর কাড়েন। তেমনই এক ভিলেন এবং বাঘি ২ ছবিতে গান গেয়েছেন শ্রদ্ধা কাপুর। তাঁর কন্ঠে মুগ্ধ হয়েছেন সকল ভক্ত।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড শুধু নয়, হলিউডেও নিজের পরিচয় গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি অভিনয়ের পাশাপাশি একজন গায়িকা হিসেবেও নজর কেড়েছেন।
পরিণীতি চোপড়া
গায়িকা হিসেবে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। মানা কে হাম ইয়ার নেহি গান গেয়ে গায়িকা হিসেবে ডেবিউ করেন পরিণীতি চোপড়া। তাঁর কন্ঠে একাধিক গান শোনা গিয়েছে বহুবার।
টাইগার শ্রফ
অভিনয় ও নৃত্যদক্ষতা বলে তো সকলের নজর কেড়েছেন। তেমনই গান গেয়েও নজর কেড়েছেন টাইগার শ্রফ। তাঁর
হৃতিক রোশন
তালিকায় আছেন হৃতিক রোশন। কাইটস ছবিতে কাইটস ইন দ্য স্কাই গানে নজর কেড়েছিলেন হৃতিক রোশন। তেমনই জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে স্যানোরিটা গানে কন্ঠ দিয়েছিলেন হৃতিক।