ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
২০১৩ সালে মুক্তি পেয়েছিল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোণ, আদিত্য রায় কাপুর ও কালকি ছিলেন ছবিতে। ব্যাপক হিট করেছিল ছবিটি। এই প্রেম সপ্তাহে সঙ্গীকে নিয়ে দেখতে পারেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। এক সুন্দর প্রেমের কাহিনি আছে ছবিতে।