Valentine’s Day: 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' থেকে 'সত্যপ্রেম কি কথা'- রইল সাতটি রোম্যান্টিক ছবির কথা, OTT-তে উপলব্ধ এই সকল ছবি

রাত পোহালেই প্রেম দিবস। সারা বছর এই দিনটি নিয়ে পরিকল্পনা করে চলেন যুগলরা। কারও এই দিন ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে তো কারও এই দিন মুভি ডেটের পরিকল্পনা আছে। আর রইল রইল সাতটি রোম্যান্টিক ছবির কথা। দেখে নিন কোন কোন ছবি দেখতে পারেন এই দিন।

Sayanita Chakraborty | Published : Feb 13, 2024 7:36 AM IST
17

তু ঝুটি ম্যায় মক্কর

২০২৩ সালে মুক্তি পায় তু ঝুটি ম্যায় মক্কর। ছবিটি পরিচালনা করেন লাভ রঞ্জন। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে দেখতে পারেন।

27

দ্য আর্চিস

সদ্য মুক্তি পেয়েছে দ্য আর্চিস। খুশি কাপুর, সুহানা খান থেকে অহস্তা নন্দার মতো বহু স্টার কিড ডেবিউ করেছে এই ছবি দিয়ে। নেটফ্লিক্সে রয়েছে ছবিটি। একটি মিষ্টি প্রেমের কাহিনি আছে ছবিতে।

37

সত্য প্রেম কি কথা

দেখতে পারেন সত্য প্রেম কি কথা। অ্যামাজন প্রাইম ভিডিও-তে আছে সত্য প্রেম কি কথা ছবিতে। প্রেম দিবসে উপভোগ করতে পারেন এই ছবিটি।

47

ড্রিম গার্ল ২

কমেডি ও রোম্যান্স- দুই মিলিয়ে এক মজার ছবি ড্রিম গার্ল ২। ভ্যালেন্টাইন্স ডে-তে উপভোগ করতে পারেন এই ছবি। নেটফ্লিক্সে উপলব্ধ এই ছবি।

57

যারা হাটকে যরা বাঁচকে

প্রেম দিবসে উপভোগ করতে পারেন যারা হাটকে যরা বাঁচকে। ভিকি কৌশল ও সারা আলি খানের এই রোম্যান্টিক ছবি উপভোগ করতে পারেন। জিও সিনেমাতে উপলব্ধ এই ছবি।

67

রকি অউর রানি কি প্রেম কাহিনি

দেখতে পারেন রকি অউর রানি কি প্রেম কাহিনি। রণবীর সিং ও আলিয়া ভাটের এই ছবিটি নজর কেড়েছে সকলের। ব্যাপক হিট করে ছবিটি।

77

ইয়ারিয়া ২

দেখতে পারেন ইয়ারিয়া ২। ইয়ারি ছবির সিক্যোয়েন এটি। এক ভিন্ন প্রেমের গল্প আছে ছবি। প্রেম দিবসে উপভোগে করতে পারেন ছবিটি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos