Ameesha Patel: কহো না পেয়ার হ্যায় থেকে বাদ দেওয়া হয়েছিল করিনাকে, দাবি আমিশার

Published : Sep 03, 2023, 01:36 AM ISTUpdated : Sep 03, 2023, 01:44 AM IST
akshay kumar out from 2 films kareena kapoor to alia bhatt and these stars are also replaced in movies KPJ

সংক্ষিপ্ত

২০০০ সালে মুক্তি পাওয়া ছবি 'রিফিউজি'-র মাধ্যমে বলিউডে অভিষেক হয় করিনা কাপুরের। তবে তার আগেই অন্য একটি ছবিতে অভিনয় করার কথা ছিল করিনার। শেষপর্যন্ত অবশ্য সেটা হয়ে ওঠেনি।

২৩ বছর ধরে একটি ঘটনা সম্পর্কে যে কথা প্রচলিত ছিল, সে ব্যাপারে এবার সম্পূর্ণ অন্য কথা জানা গেল। এতদিন ধরে বলিউডে শোনা যেত, হৃত্বিক রোশনের বিপরীতে 'কহো না পেয়ার হ্যায়' ছবির জন্য শ্যুটিং শুরু করার পরেও করিনা কাপুরকে সরিয়ে নিয়ে যান তাঁর মা ববিতা কাপুর। তিনি চেয়েছিলেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের প্রথম ছবি 'রিফিউজি'-তে অভিনয় করুন করিনা। অভিষেকের বিপরীতেই বলিউডে অভিষেক হয় করিনার। কিন্তু 'কহো না পেয়ার হ্যায়' যে সাফল্য পায়, তার ধারেকাছেও ছিল না 'রিফিউজি'। এত বছর পরে হৃত্বিকের প্রথম ছবির নায়িকা আমিশা প্যাটেল দাবি করেছেন, 'কহো না পেয়ার হ্যায়' থেকে নিজে সরে যাননি করিনা। তাঁকে সরে যেতে বলেছিলেন পরিচালক রাকেশ রোশন। কারণ, তাঁদের মিল হচ্ছিল না।

একটি সাক্ষাৎকারে 'গদর ২'-এর নায়িকা আমিশা বলেছেন, 'রাকেশজি আমাকে বলেছেন, কহো না পেয়ার হ্যায় থেকে নিজে সরে যায়নি করিনা। ওকে এই ছবির কাজ ছেড়ে দিতে বলা হয়। কারণ, তাঁদের মধ্যে অমিল ছিল।'

২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায় 'কহো না পেয়ার হ্যায়'। প্রচণ্ড জনপ্রিয় হয় ছবিটি। হৃত্বিকের পাশাপাশি আমিশাও জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি কীভাবে করিনার বদলে এই ছবিতে সুযোগ পেলেন? এই অভিনেত্রী জানিয়েছেন, 'করিনা সরে যাওয়ার পর উদ্বিগ্ন হয়ে ওঠেন পিঙ্কি আন্টি (হৃত্বিকের মা পিঙ্কি রোশন)। কারণ, সেটা ছিল হৃত্বিকের প্রথম ছবি। কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়। সেট তৈরি হয়ে গিয়েছিল। ৩ দিনের মধ্যে সোনিয়াকে (ছবির নায়িকার পর্দার নাম) খুঁজে বের করা প্রয়োজন ছিল। সবাই চিন্তায় পড়ে গিয়েছিলেন। পিঙ্কি আন্টি আমাক বলেন, একটি বিয়েবাড়িতে আমাকে দেখতে পান রাকেশ আঙ্কল। তিনি সেই রাতে ঘুমোতে পারেননি। তিনি বারবার বলতে থাকেন, আমি আমার সোনিয়াকে পেয়ে গিয়েছি। আশা করি ও হ্যাঁ বলবে।'

আমিশা আরও জানিয়েছেন, 'রাকেশ আঙ্কল আমার সম্পর্কে সবসময় বলেন, এই মেয়েটাকে সেটে যা শিখিয়েছি, সেটা ও মন দিয়ে শিখেছে। উনি সবসময় আমার প্রশংসা করেন। উনি বলেন, করিনার বদলে আমাকে এই ছবিতে নেওয়া আশীর্বাদস্বরূপ।'

'গদর'-এর মতোই বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে 'গদর ২'। তবে আমিশা জানিয়েছেন, 'গদর'-এর পরিচালক অনিল শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না। কারণ, এই ছবির নায়িকা 'সাকিনা' হিসেবে আমিশার কথা ভাবেননি অনিল। এই চরিত্রে তাঁর প্রথম পছন্দের অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। নায়ক 'তারা সিং' হিসেবে গোবিন্দাকে নিতে চেয়েছিলেন অনিল। কিন্তু এই ছবির প্রধান ২ চরিত্রে অভিনয় করেন আমিশা ও সানি দেওল।

আরও পড়ুন-

Bollywood Gossip: বলিউডের ১০ স্টার , যারা মদ বা সিগারেট ছুঁয়েও দেখেন না

Tamannaah Bhatia : 'জেলার' মুক্তির পর ছোট্ট বিরতি, মালদ্বীপে ছুটি উপভোগ করতে গেলেন তামান্না

সরে গেলেন শেখর কাপুর, পুনে চলচ্চিত্র বিদ্যালয়ের প্রেসিডেন্ট হলেন আর মাধবন

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বলিউডে পার করলেন ৩০টা বছর, এই বিশেষ দিনে আবেগঘন পোস্ট করলেন রানি মুখোপাধ্যায়
ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত খুশি কাপুর, কী সমস্যা দেখা দেয় এই রোগে?