Gadar 2: ছবির বাজেট কম থাকায় সকল কম পারিশ্রমিক নিয়েছেন তারকার, দাবি ‘গদর ২’ পরিচালক অনিল শর্মার

Published : Aug 10, 2023, 03:42 PM IST
gadar 2 vs omg 2 sunny deol akshay kumar who will beat at box office

সংক্ষিপ্ত

সদ্য ভাইরাল হয়েছে পরিচালক অনিল শর্মার একটি সাক্ষাৎকার। যেখান পরিচালক জানান তারকাদের পারিশ্রমিকের কথা।

মুক্তির আর কয়েক ঘন্টা বাকি। এর মাঝেই তারকাদের পারিশ্রমিক নিয়ে খবরে এল গদর ২ ছবিটি। সদ্য ভাইরাল হয়েছে পরিচালক অনিল শর্মার একটি সাক্ষাৎকার। যেখান পরিচালক জানান তারকাদের পারিশ্রমিকের কথা।

অনিল শর্মা বলেন, মানুষজন এই যে ৮০, ১০০, ১৫০ কোটি বাজেটের কথা বলে, তেমন কিছু নয়। তার থেকে অনেক কম ছিল বাজেট। তিনি জানান সকল তারকা কম পারিশ্রমিক নিয়েছেন। তবে সানি দেওলার পারিশ্রমিক তাদের ম্যানেজ করতে হয়েছিল। যদিও উনি ওঁর পারিশ্রমিকের অনেকটাই কমিয়ে ছিলেন।

অনিল শর্মা বলেন, আজকার পরিচালক, অভিনেতারা এত বেশি টাকা নেন যে ছবির বাজেট ৫০০-৬০০ কোটিতে গিয়ে ঠেকে। এর মধ্যে ১৫০-২০০ কোটি টাকা নায়কের পারিশ্রমিক থাকে। কিন্তু, আমরা ভেবেছিলাম বাজেটের অধিকাংশ প্রোডাকশনেই খরচ করব। তিনি আরও জানান, এই ছবিতে ভিএফএক্স-র ওপর তেমন নির্ভর করেননি তাঁরা। ভারতীয় সেনারা নাকি তাঁদের ভীষণ সাহায্য করেছিল তাঁদের।

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২। ফলে ছবি ঘিরে সকলের উন্মাদনাই তুঙ্গে। সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি। যেখানে ‘গদর এক প্রেম কথা’ ছবির কাহিনি শেষ হয়েছিল সেখান । ঠিক সেখান থেকেই শুরু হল গদর ২ ছবির কাহিনি। তবে, এই সিক্যুয়েল ছবিতে যেমন আছে প্রেম। তেমনই আছে ছেলেকে রক্ষা করার জন্য তারার লড়াই সঙ্গে দেশভক্তির গল্প। সে যাই হোক, আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে গদর ২।

 

আরও পড়ুন

Abar Proloy: কেমন কাটছে ঋদ্ধিমার প্রেগনেন্সি পিরিয়ড, কেমন ভাবে তাঁর যত্ন নিচ্ছেন, জানালেন হবু বাবা গৌরব চক্রবর্তী

শেষ কয়েক বছরে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পাওয়া এই সকল ছবির আয়ও গড়েছিল রেকর্ড, দেখে নিন এক ঝলকে

Abar Proloy: সুন্দরবনের নারী পাচার থেকে 'খেলা হবে' আইটেম ডান্স, রাজ চক্রবর্তীর পরিচালনায় ওটিটি-তে আসছে 'আবার প্রলয়' 

 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল