সংক্ষিপ্ত
আত্তারি-ওয়াঘা বর্ডারে অনুষ্ঠিত বিটিং রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা। শুধু উপস্থিত-ই নন, অনুষ্ঠানে অংশ নিয়ে চমক দেন সকলকে।
আর কদিন পরই স্বাধীনতা দিবস। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৫ অগস্ট ১৯৪৭ সালে ২০০ বছরেরও বেশি ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়। বহু মানুষের আত্মবলিদান এনে দিয়েছিল স্বাধীনতা। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুভাষ চন্দ্র বসু সহ আরও অনেক নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আজও এই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে উল্লেখযোগ্য। প্রতি বছর এই দিনে ভারতের বিভিন্ন স্থানে সম্মান জানানো হয় সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের। বিভিন্ন স্থানে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। যা প্রস্তুতি চলে বহু আগে থেকে।
স্বাধীনতা থেকে সেলেব- সকলেই অংশ নিয়ে থাকেন এমন অনুষ্ঠানে। এবার স্বাধীনতা দিবসের আগে দেশ মাতাকে শ্রদ্ধা জানিয়ে নজর কাড়লেন কিয়ারা। সম্প্রতি, আত্তারি-ওয়াঘা বর্ডারে অনুষ্ঠিত বিটিং রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা। শুধু উপস্থিত-ই নন, অনুষ্ঠানে অংশ নিয়ে চমক দেন সকলকে। আর সে ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। যা পোস্ট করা মাত্রই মুহূর্তে হল ভাইরাল। কিয়ারার এমন পদক্ষেপ প্রশংসিত হল সর্বত্র।
সদ্য ভাইরাল হয়েছে কিয়ারার বেশ কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে কিয়ারার পরনে ক্রিম রঙের ট্রাউজার ও সাদা ফুল স্লিভ টপ। পায়ে কালো বুট। একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁর পিছনে রয়েছেন অনেক ভারতীয় সৈন্য। কোনও ছবিতে তিনি তাঁদের সঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করছেন তো কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সঙ্গে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাতে ভারতের পতাকা নিয়েছেন কিয়ারা। ওয়াঘা বর্ডারের সামনে দাঁড়িয়ে সেই পতাকা নিয়ে। সারা বছর প্রতিদিন এই ভারত-পাকিস্তান সীমান্তে বিশেষ রীতি মেনে দিনের শুরুতে পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে নেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠান দেখতে সারা বছর উপস্থিত হন শয় শয় ভারতবাসী। এবার স্বাধীনতা দিবসের ঠিক আগেই ওয়াঘা বর্ডারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন কিয়ারা।
মুহূর্তে ভাইরাল হয়েছে কিয়ারার সেই সকল ভিডিও ও ছবি। স্বাধীনতা দিবসের আগে কিয়ারার এমন কর্মকান্ড নজর কেড়েছে সকলের। প্রশংসা করেছেন সকলে। দেশ মাতাকে শ্রদ্ধা জানাতে নায়িকা উপস্থিত হয়েছিলেন সেখানে। যা দেখে আপ্লুত কিয়ারার সকল ভক্তগণ।
আরও পড়ুন
Pervin Dastur: ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সলমনের তিনগুণ পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী, দাবি পরভিনের
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘বডিগার্ড’ খ্যাত পরিচালক সিদ্দিকি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩
‘সে আমার বাড়ি’- সিডের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট কিয়ারা, দেখে নিন বরকে নিয়ে কী বললেন নায়িকা