Kangana Ranaut: ‘গদর ২’ নাকি ভেঙে দেবে শাহরুখের ‘পাঠান’ ছবির রেকর্ড’- ছবি নিয়ে অধিক আশাবাদী কঙ্গনা

গদর ২ ছবির প্রশংসা করতে গিয়ে খবরে এলেন কঙ্গনা। আর বিতর্ক যাতে তৈরি না হয়, সে জন্য আগে থেকেই সতর্ক করলেন সকলকে।

ফের খবরে কঙ্গনা রানাওয়াত। তবে, না এবার তেমন কোনও বিতর্কীত কথা শোনা যায়নি তাঁর গলায়। সদ্য গদর ২ ছবির প্রশংসা করতে গিয়ে খবরে এলেন কঙ্গনা। আর বিতর্ক যাতে তৈরি না হয়, সে জন্য আগে থেকেই সতর্ক করলেন সকলকে।

সদ্য এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, সানি দেওলের গদর ২ শাহরুখের পাঠান-র ওপেনিংকে ছাপিয়ে যাবে। কিন্তু, গদরের সাফল্য চাইলে গিয়ে শাহরুখের ছবির সঙ্গে কেন তুলনা টানলেন এই প্রশ্ন উঠেছে সকলের মনে।

Latest Videos

কঙ্গনা এই প্রসঙ্গে বলেন, কোনও ভুয়ো খবরে মাথা গলাবেন না। ওর সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো। আমাকে নিয়ে রোজ এমন ভুয়ো খবর রটে। তাতে মাথা ঘামালে চলবে না। গজর ২ নিয়ে আমি খুবই আশাবাদী। আমার মনে হয়, এই ছবিটি পাঠান-র ওপেনিং ডে-র রেকর্ড ভাঙবে।

ছবি মুক্তি ১১ অগস্ট মুক্তি পাবে ‘গদর ২’। এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২। ফলে ছবি ঘিরে সকলের উন্মাদনাই তুঙ্গে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। ৭৬,০০০ টাকার অধিক টাকার টিকিট বিক্রি হল ওপেনিং ডে-তে। ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি। চলতি সপ্তাহের শুক্রবার মুক্তি পাবে ছবিটি। বর্তমানে জমিয়ে চলছে ছবির প্রমোশন। সদ্য ছবির প্রমোশনে ওয়াঘা বর্ডার গিয়েছিলেন সানি দেওল, আনিশা ও উদিত নারায়ণ। তেমনই অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেন তারা। সেখানে ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন সানি। 

 

আরও পড়ুন

ওয়াঘা সীমান্তে জাতীয় পতাকা হাতে কিয়ারা আদবানি! মুহূর্তে ভাইরাল ভিডিও

Gadar 2: ‘গদর ২’- ছবির প্রচারে ওয়াঘা বর্ডারে উপস্থিত সানি দেওল, সঙ্গে আমিশা ও উদিত নারায়ণ

Kiara Advani: ওয়াঘা বর্ডারে উপস্থিত কিয়ারা, স্বাধীনতা দিবসের আগে দেশমাতাকে জানালেন শ্রদ্ধা

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল