Gadar 2: অষ্টম দিনে পা দিল ৩০০ কোটির ঘরে, দেখে নিন মোট কত আয় করল ‘গদর ২’

মাত্র কয়েকদিনেই ৩০০ কোটির ঘরে পা দিল ছবিটি। শুক্রবার ছবির আয় সামান্য কমলেই ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে।

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২। আর এবারও সুপার ডুপার হিট।

ট্রেলার মুক্তি থেকেই খবরে গদর ২। ছবি মুক্তি পেয়েছে ১১ অগস্ট। পার হল আট দিন। আর মাত্র কয়েকদিনেই ৩০০ কোটির ঘরে পা দিল ছবিটি। শুক্রবার ছবির আয় সামান্য কমলেই ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে।

Latest Videos

মুক্তির প্রথম দুদিন অর্থাৎ ওপেনিং ডে ও শনিবার মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। , প্রথম রবিবার আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। তারপর সোমবার এই ছবির আয় হল ৩০ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। তারপর বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ অষ্টম দিনে আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। এদিকে মুক্তির আগেও গড়েছিল রেকর্ড। এই ছবির অগ্রিম টিকিট বুকিং-র সুবিধা ছিল। সে সময় ৭৬ হাজার টিকিট বিক্রি হয়। যা গড়েছিল রেকর্ড।

এই সিক্যুয়েল ছবির শুরুতেই বলা হয়েছে ‘গদর এক প্রেম কথা’ ছবির কাহিনি। এই ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখানে শুরু হয়েছে ‘গদর ২’ ছবির কাহিনি। ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেলকে তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। সে যাই হোক, ফের এই ছবি এল খবরে। এবার সপ্তম দিনের আয় গড়ল রেকর্ড।

আপাতত চলতি বছরে মুক্তি পাওয়া সর্বাধিক আয়কৃত ছবির তালিকার প্রথম পাঁচটি ছবির মধ্যে স্থান পেয়েছে গদর ২। পাঠান আয় করেছে ৫৪৩.০৫ কোটি। তারপর আপাতত ছিল দ্য কেরার স্টোরি। তার আয় হয়েছিল ২৪২.২০ কোটি। তবে, এবার সেই ছবিটে টেক্কা দিয়ে এগিয়ে গেল গদর ২।

 

 

আরও পড়ুন

Must Watch-র তালিকায় রাখুন এই পাঁচটি বাংলা ওয়েব সিরিজ, দেখে নিন এক ঝলকে

সর্বাধিক আয়ের তালিকায় অষ্টম স্থানে অক্ষয়-পঙ্কজ অভিনীত ‘OMG 2’, দেখে নিন সাত দিনে কত আয় করল ছবিটি

Sushant Singh Rajput: ছবি ঘিরে বিতর্ক, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ বলেন সুশান্ত সিং রাজপুতের বাবা

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata