সদ্য ২০০ কোটির ঘরে পা রাখল ‘গদর ২’। মাত্র পাঁচ দিনে ছবির আয় গড়ল রেকর্ড। আর মাত্র ছয় দিনে ২৫০ কোটির ঘরে পা রাখল গদর ২। বুধবার ২৫০ কোটির ঘরে পা রাখল গদর ২।
210
ছবির ট্রেলার লঞ্চের সময় থেকে খবরে ‘গদর ২’। প্রায় ১২ বছর পর তৈরি হল সিক্যুয়েল ছবি। সে কারণে ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। দর্শক মনে ছবি ঘিরে আশা ছিল বিস্তর। আর তা যে পূরণ করতে সক্ষম হলেন সানি দেওল ও আমিশা প্যাটেল তা বলার অপেক্ষা রাখে না।
310
এদিকে প্রথম সপ্তাহান্তে গদর ২ ছবির আয় গড়েছিল রেকর্ড। এই দুদিন যে ছবির আয় ভালো হবে তা সকলেই আশা করেছিলেন। সেই আশা পূরণও করেছে গদর ২। শনিবার তো ভালো আয় হয়েই ছিল। তারপর রবিরার আয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। রিপোর্ট অনুসারে, প্রথম রবিবার আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি।
410
প্রথম দুদিন অর্থাৎ ওপেনিং ডে ও শনিবার মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষেই আয় দাঁড়ায় ১৩২ থেকে ১৩৪ কোটিতে। তারপর সোমবার এই ছবির আয় হল ৩০ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা।
510
সব মিলিয়ে পা দিল ২০০ কোটির ঘরে। এদিকে আবার মুক্তির আগে থেকেই এই ছবি গড়ে চলেছে রেকর্ড। মুক্তির আগে শুরু হয়েছিল অগ্রিম টিকিট বুকিং। তখন ৭৬ হাজারের বেশি টিকিট বিক্রি হয়।
610
আর এবার পা রাখল ২৫০ কোটির ঘরে। ভারতের বাজারে ছবির আয় বেড়ে হল ২৬২ কোটি। পাঁচ দিনে ছবিটি ব্যবসা করেছিল ২২৮.৯৮ কোটি। তারপর বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। এবার ছবির আয় হল ২৬২ কোটি।
710
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২।
810
তবে, যারা গদর এক প্রেম কথা দেখেননি তাদের ছবি দেখতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কারণ ছবির শুরুতেই জানানো হচ্ছে গদর এক প্রেম কথার গল্প। আর সেই গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে সিক্যুয়েল।
910
ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেলকে তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে।
1010
ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।