২০১২ সালে মুক্তি পেয়েছিল অগ্নিপথ। হৃতির রোশন, সঞ্জয় দত্তের মতো তারকাদের দেখা গিয়েছিল ছবিতে। এই ছবিতে বিশেষ ভাবে ফুটে উঠেছিল গণেশ পুজো। ছবিতে গণেশ পুজোর গানটিও ব্যাপক হিট করেছিল।
29
ওয়ান্টেড
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ওয়ান্টেড। যা ব্যাপক হিট করেছিল। এই ছবির তেরা হি জলওয়া গানটি সকলের মন কেড়েছিল। এই গানে দেখানো হয়েছিল গণেশ পুজো।
39
শোর ইন দ্য সিটি
২০১০ সালে মুক্তি পেয়েছিল শোর ইন দ্য সিটি। ছবিতে বিশেষ ভাবে দেখানো হয়েছিল গণেশ চতুর্থীর উৎসব। ছবিতে ছিলেন তুষার কাপুররে মতো তারকারা।
49
ডন
২০০৬ সালে মুক্তি পাওয়া ডন আজও হিট বলিউড ছবির তালিকায় স্থান পায়। এই ছবিতে দেখানো হয়েছিল গণেশ চতুর্থীর উৎসব। ছবিটি সে সময় ব্যাপক হিট করেছিল।
59
সত্য
১৯৯৮ সালে মুক্তি পাওয়া সত্য ছবির কথা আজও মনে রেখেছেন দর্শকেরা। এই ছবি ব্যাপক ব্যবসা করেছিল বক্স অফিসে। ছবিতে দেখানো হয়েছিল গণেশ চতুর্থীর উৎসব। ছবিতে ছিলেন মনোজ বাজপেরীর মতো তারকারা।
69
অতিথি তুম কব জায়োগে
২০১০ সালে মুক্তি পেয়েছিল অতিথি তুম কব জায়োগে।এই ছবিতে দেখানো হয়েছিল গণেশ চতুর্থী। এই কমেডি ছবিটি মন কেড়েছিল সকলের।
79
এবিসিডি
২০১৩ সালে মুক্তি পায় এবিসিডি। এই ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবিতে দেখানো হয়েছে গণেশ চতুর্থী।
89
বাস্তব
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল বাস্তব। ছবির প্রধান চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। এই ছবিটি সে সময় ব্যাপক হিট করেছিল। ছবিতে দেখানো হয়েছিল গণেশ চতুর্থীর উৎসব।
99
সরকার ৩
২০১৭ সালে মুক্তি পায় সরকার ৩। সিক্যুয়েল এই ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ছবিটিও সে সময় ব্যাপক হিট করেছিল। ছবিতে দেখানো হয়েছিল গণেশ চতুর্থীর পুজো। থবিতে এক আরতির দৃশ্য নজর কেড়েছিল সকলের।