Ganesh Chaturthi 2023: সলমন থেকে শিল্পা শেট্টি- দশ বলিউড তারকার বাড়িতে পুজিত হন গণপতি বাপ্পা, দেখে নিন তালিকা

Published : Sep 19, 2023, 08:33 AM IST

শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে ১০ দিন ধরে চলবে উৎসবে। এই উৎসব মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও কর্ণাটকে পালিত হয় উৎসব। আজ রইল দশ সেলেবের কথা। এই দশ বলিউড সেলেব্রিটির বাড়িতে পুজিত হন গণপতি বাপ্পা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

PREV
110

শিল্পা শেট্টি

প্রতি বছর শিল্পা শেট্টির বাড়িতে সাড়ম্বরে পুজিত হন সিদ্ধিদাতা গণেশ। এই উৎসবে তাঁর বাড়িতে ঘটে অতিথি সমাগণ। জাঁকজমকপূর্ণ ভাবে পুজো করে থাকেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা।

210

করিনা কাপুর খান

করিনা কাপুর খানের বাড়িতেও পুজিত হন সিদ্ধিদাতা গণেশ। সকল নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে পুজো করে থাকেন গণেশের। গণপতি বাপ্পাকে বাড়িতে আহ্বান জানাতে কদিন আগে থেকে চলে প্রস্তুতি।

310

হৃতিক রোশন

হৃতিক রোশনের বাড়িতেও পুজিত হন গণপতি বাপ্পা। পরিবার ও আত্মীয়ের সমাগম হয় হৃতিক রোশনের বাড়িতে। দিনটি অন্যভাবে পালন করে থাকেন সকলে মিলে। গা ভাসান উৎসবের আনন্দে।

410

শাহরুখ খান

শাহরুখ খানের বাড়িতেও পুজিত হন গণপতি বাপ্পা। পরিবার ও আত্মীয়ের সঙ্গে মিলিত হয়ে পুজোর আয়োজন করে থাকেন তারা। প্রতি বছর সাড়ম্বরে পুজিত হন গণপতি।

510

একতা কাপুর

একতা কাপুরের বাড়িতেও গণপতি পুজিত হন। ফিল্ম থেকে টেলিভিশন- দুনিয়ায় তার অবাধ বিচরণ। তাঁর প্রযোজনায় কেরিয়ার শুরু সুযোগ পেয়েছেন অনেকে। প্রতি বছর একতা কাপুর তাঁর বাড়িতে গণেশ পুজো করে থাকেন।

610

কার্তিক আরিয়েন

বলিউড হার্ট থ্রব কার্তিক আরিয়েনের বাড়িতেও পুজিত হন গণপতি বাপ্পা। প্রতি বছর সেই পুজোর ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। প্রতি বছর সাড়ম্বরে পালন করে থাকেন গণেশ পুজো।

710

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুরও প্রতি বছর বাড়িতে গণেশ পুজো করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন সেই ছবি। পুজোর দিন একেবারে ভিন্ন সাজে দেখা যায় নায়িকাকে। এই দিন পরিবারের সদস্য থেকে আত্মীয় সমাগণ ঘটে শ্রদ্ধার বাড়িতে।

810

সলমন খান

সলমন খানও বাড়িতে গণপতি বাপ্পার পুজো করে থাকেন। তাঁর বাড়িতে সাড়ম্বরে পুজিত হন গণেশ। সেই পুজোয় পরিবারের সদস্য, আত্মীয় তো বটেই সঙ্গে উপস্থিত থাকেন একাধিক তারকারা।

910

হেমা মালিনী

হেমা মালিনীর বাড়িতেও পুজিত হন গণপতি বাপ্পা। দীর্ঘদিন ধরে গণেশের পুজো করে আসছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে পুজো করেন হেমা মালিনী।

1010

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখের গণপতি পুজো নজর কাড়ে সকলের। প্রতি বছর গণেশের পুজো করেন রীতেশ ও জেনেলিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সকল ছবি।

Read more Photos on
click me!

Recommended Stories