
অভিনেতা গোবিন্দার স্ত্রী সরালেন আহুজা পদবি। অভিনেতা গোবিন্দার পুরো নাম গোবিন্দ অরুণ আহুজা। বলিউডে তিনি গোবিন্দা নামে পরিচিত। অল্প বয়সে সুনীতার সঙ্গে বিয়ে করেছিলেন গোবিন্দা। তাঁদের ৩৭ বছরের দাম্পত্য। একটি ছেলে ও একটি মেয়ে আছে। বহুদিন ধরেই সুনীতা ও গোবিন্দার বিচ্ছেদের খবর এসেছে প্রকাশ্য়ে। কদিন আগে শোনা যায় তাদের বিচ্ছেদ হচ্ছে। এই নিয়ে বিস্তর জলঘোলাও হয়। পরে এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন সুনীতা। এই চর্চার মাঝে সুনীতার একটি পদক্ষেপ খবরে আনল তাঁকে। সদ্য নিজের ইনস্টাগ্রামে সুনীতার নামের পদবি নিয়ে শুরু হয়েছে চর্চা। এতদিন তাঁক অ্যাকাউন্টের নাম ছিল সুনিতা আহুজা। বর্তমানে নাম বদলে করেছেন এসসুনীতা। এরপরই শুরু হয় গুঞ্জন।
সুনীতা এই প্রসঙ্গে বলেন, আমি আহুজা মুছে ফেলেছি এবং নামের আগে অতিরিক্ত একটি এস যোগ করেছি। এই এস আমার নামের প্রথং অংশের। কিন্তু এই পরিবর্তন এখন নয়, আরও এক বছর আগে করেছি।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণরূপে সংখ্যাতত্ত্বের উদ্দেশ্যে করা হয়েছিল। আমি নাম খ্যাতি চাই। এটা কে না চায়, তাই না?
এই সঙ্গে তাঁকে প্রশ্ন করা হয় যে, এই পরিবর্তন তাঁকে সাফল্য এনে দিয়েছে কি না? উত্তরে তিনি বলেন, অবশ্যই, আপনি কি দেখতে পাচ্ছে না যে আমি গত কয়েক মাসে কতটা ভাইরাল হয়েছিল? আমি পুরো ইন্টারনেট জুড়ে আছি।…
তিনি আরও বলেন, আমি আহুজা, এটি পরিবর্তন হবে না। আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখনই পদবিটি বাদ দেওয়া হবে।
বিচ্ছেদ প্রসঙ্গে সুনীতা আহুজা বলেন, যেদিন সত্যি এ রকম কিছু হবে, আপনারা আমার এবং গোবিন্দার কাছ থেকেই জানতে পারবেন। সেদিন না হয় বিশ্বাস করবেন। আমি চিন্তাই করতে পারি না, গোবিন্দা আমাকে ছাড়া বাঁচবে, আর আমি গোবিন্দাকে ছাড়া বাঁচতে পারব। গোবিন্দা কখনো কোনও বোকা নারীর জন্য তাঁর পরিবার ছেড়ে যাবে না।
সব মিলিয়ে ফের খবরে গোবিন্দা ও সুনীতার দাম্পত্য। বহুদিন ধরে তাদের সম্পর্ক বলিউজ চর্চার শীর্ষে। এবার ফের একবার এই জটিলতা সামনে এল। সুনীতার এক পদক্ষেপ উষ্কে দিন এই গুঞ্জন। তবে, সুনীতা জানিয়েছেন, তা এটি সংখ্যাতত্ত্বের জন্য করা হয়েছে এবং তিনি নাম ও খ্যাতি চান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।