কোকেন -হেরোইন কেলেঙ্কারিতে জড়িয়েছে তার নাম, আরিয়ান খানের জীবনে বড় শিক্ষা 'মাদক মামলা'

কন্ট্রোভার্সির আর এক নাম বলিউড। বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। আরিয়ান খানের জীবনে বড় শিক্ষা ‘মাদক মামলা’।

Web Desk - ANB | Published : Nov 13, 2022 11:24 AM
110


২৫-শে পা দিলেন আরিয়ান খান। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সর্বদাই লাইমলাইটে থাকেন শাহরুখ পুত্র আরিয়ান খান। শাহরুখ পুত্র আরিয়ান খানকে নিয়ে জলঘোলা কম হচ্ছে না এখনও।

210


বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে।  কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান। 

310


মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছিল বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের অভিযোগ উঠেছিল আরিয়ানের বিরুদ্ধে।ক্রুজ পার্টি যেন জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বাদশার বড় ছেলের জীবন। বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কেটেছে আরিয়ানের। বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের এই মাদক মামলা নিয়ে  এখনও তোলপাড় বলিউড। 

410

বেশ কিছুমাস হয়েছে মাদক কান্ডে বেকসুর ছাড়া পেয়েছেন আরিয়ান খান। তবে জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা রাখা হয়েছিল শাহরুখ তনয়ের। কিছুদিন আগেই পাসপোর্ট ফেরত চাওয়ার আর্জি জানিয়ে আবেদন করেছিল আরিয়ান।  যার উত্তর এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র তরফ থেকে। 

510

 এনসিবি আদালত জানিয়েছে পাসপোর্ট হোক কিংবা বেল বন্ড প্রত্যাহার করতে তাদের কোনও আপত্তি নেই। তবে এখনও পর্যন্ত ডিসচার্জ লেখার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। আদালতে নির্দোষ প্রমাণের পরই আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দিতে কোনও রকমেরই কোনও আপত্তি জানায়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবং আরিয়ানের বিরুদ্ধে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলেও জানিয়ে দেয় এনসিবি। 

610

 মাদককান্ডে ছাড়া পেলেও প্রতি শুক্রবারই এনসিবি অফিসে হাজিরা দিতে যেতে হতো শাহরুখ পুত্র আরিয়ান খানকে। এমনকী নিজের জন্মদিনের দিনও তেমনটাই ঘটেছিল আরিয়ানের সঙ্গে।  তারপর মুম্বইয়ের এনসিবি অফিসে সাপ্তাহিক হাজিরা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন বম্বে হাইকোর্টের কাছে। আরিয়ানের জামিনের শর্তে বেশ কিছু রদবদল আনা হয়েছে।

710

এনসিবি-র পক্ষ থেকে ডাক পড়লে দিল্লিতে এনসিবি-র  সদর দফতরে কিংবা মুম্বইতে যেতে হবে আরিয়ান খানকে। তবে ৪৮ ঘন্টা আগে আরিয়ানকে জানিয়ে দেওয়া হবে। তবে এনসিবি-র প্রয়োজন হলেই হাজিরার জন্য ডাক পড়তে পারে আরিয়ানের।
 

810


ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে শাহরুখ  খানের ছেলে আরিয়ান খান  সূত্রের খবর, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ২৫ বছরের আরিয়ান খান।  বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন আরিয়ান খান। নিজের বলি কেরিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন আরিয়ান  খান। 

910

শোনা যাচ্ছে,শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন আরিয়ান খান। শীঘ্রই বলি কেরিয়ারে অভিষেক হতে চলেছে আরিয়ান খানের। ঘনিষ্ঠ সূত্র বলছে, লেখক হিসেবে নিজের কেরিয়ার শুরু করবেন আরিয়ান খান। একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন শাহরুখ পুত্র। এর পাশাপাশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন আরিয়ান।

1010

 তবে ওটিটি-র জন্য যে গল্পটি লিখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে তার অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়াও সিনেমার জন্য যে গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ। সূত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেই নাকি সিনেমা বানানোর হাতেখড়ি দিতে চলেছেন আরিয়ান খান।  ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলে নিয়েছেন যার মধ্যে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশরাজ প্রোডাকশন হাউস। এই বিগ ব্যানারের দুই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন আরিয়ান খান।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos